অনেক কিছুই তো সার্চ করেন ইউটিউবে। কিন্তু ইউটিউবের সার্চ হিস্ট্রি মুছে ফেলার উপায় জানেন কি?
ইউটিউবে আমরা প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, গোপনীয় বা ব্যাক্তিগত অনেক কিছুই সার্চ করি। ইউটিউবের সার্চ হিস্ট্রির কারণে স্বামী-স্ত্রী, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, ভাই-বোন, অপ্রাপ্ত বয়সীদের বাবা-মা বা অতি কাছের কেউ যারা আপনার ফোন আপনার জানতে বা অজান্তে এক্সেস করতে পারে তারা সহজেই বুঝে যাবে আপনি ইউটিউবে কী ধরনের বা কী কী কন্টেন্ট দেখেছেন।
এতে তারা আপনার সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করতে পারে। এমনকি অনেক সময় এর কারণে সম্পর্কের দূরত্ব বাড়তে পারে। এসব ঝামেলা থেকে বাঁচতে ব্যাক্তিগত কিছু সার্চ করার পরেই মুছে ফেলুন ইউটিউবের সার্চ হিস্ট্রি।
তাই জেনে নিন কীভাবে ইউটিউবের সার্চ হিস্ট্রি মুছে ফেলা যায়। তাহলে কেউ আর জানতে পারবেন না আপনার ব্যক্তিগত সার্চ বারের তথ্য।
–> প্রথমে আপনার ফোনের ইউটিউব অ্যাপ ওপেন করুন।
–> ‘সেটিংস’-এ ক্লিক করুন এবং এখান থেকে ‘ম্যানেজ অল হিস্ট্রি’ অপশনটি বেছে নিন।
–> এবার ‘গুগল অ্যাকাউন্ট’-এ ক্লিক করুন।
–> এখানে যে কোনো একটি অ্যাকাউন্ট বেছে নিতে বলবে। তারপর ‘অটো ডিলিট’-এ ট্যাপ করতে হবে।
–> যদি আপনি অটো ডিলিটে ক্লিক করেন, তাহলে নিজে থেকেই তা হিস্ট্রি থেকে মুছে যাবে। কিন্তু শুধু ডিলিট অপশনে ক্লিক করে ‘ডিলিট অল টাইম’-এ ক্লিক করতে পারেন।
–>এছাড়াও হিস্ট্রিতে গিয়ে একটি একটি করেও সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে।
ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই অনলাইন দুনিয়ায় আপনার এক্টিভিটির গোপনীয়তা রক্ষা করুন এবং ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে সুরক্ষিত থাকুন।
CBNA24 ডেস্ক রিপোর্ট (এফএইচ/বিডি)
আমাদের ফেসবুক পেজে যেতে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলে যেতে ক্লিক করুন