ফিচার্ড বিশ্ব

ইতালি উপকূলে নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ছবি: সংগৃহিত

ইতালি উপকূলে নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালি উপকূলে আবারও ডুবলো অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা। এতে অন্তত ৪১ জনের প্রাণহানি হয়েছে। দেশটির ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত ল্যাম্পেদুসা দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।

বৃটিশ গণমাধ্যমটি জানিয়েছে, আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ তিউনিসিয়ার সাফাক্স থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল নৌকাটি। জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া চারজন উদ্ধারকারীদের জানিয়েছে, ভূমধ্যসাগরের মধ্য দিয়ে তারা ইতালি যাওয়ার চেষ্টা করছিল। বেঁচে যাওয়ারা আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তাদেরকে এখন ল্যাম্পেদুসা দ্বীপে চিকিৎসা দেয়া হচ্ছে।

২০২৩ সালে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে ১৮০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরনগরী সাফাক্স ল্যাম্পেদুসা থেকে ৮০ মাইল না ১৩০ কিলোমিটার দূরে। এই সাফাক্স বর্তমানে অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে প্রবেশপথের একটি জনপ্রিয় রুট হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে ইতালির পেট্রোল বোট এবং দাতব্য সংস্থাগুলো ল্যাম্পেদুসা উপকূল থেকে দুই হাজার জনকে উদ্ধার করেছে।



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন