বিশ্ব

করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় : গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন ট্রাম্প

করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় : গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন ট্রাম্প
হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে সমর্থকদের অভিবাদন জানান করোনায় সংক্রমিত ট্রাম্প। ছবি: রয়টার্স

করোনা খুবই ইন্টারেস্টিং বিষয়!

করোনাভাইরাসে সংক্রমিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “কোভিড-১৯ নিয়ে আমি অনেক কিছু জেনেছি। বিষয়টি স্কুলে গিয়ে জানার মতো করেই জেনেছি, বুঝেছিও। এটা খুবই ইন্টারেস্টিং বিষয় । এই বিষয়টি সামনে সবাইকে জানাব আমি।”

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াল্টার রিড হাসপাতাল থেকে টুইট করা এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।

এদিকে হাসপাতালের বাইরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প মাস্ক পরে গাড়িতে বসে আছেন। হাত নাড়ছেন সমর্থকদের উদ্দেশে।

ট্রাম্পের এমন কাজ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ওয়াল্টার রিড হাসপাতালের একজন চিকিৎসকও উদ্বেগ জানিয়েছেন।

প্রেসিডেনশিয়াল হিস্টোরিয়ান মাইকেল বিশ্লস এক টুইটে বলেন, কেন একজন অসুস্থ প্রেসিডেন্ট সমর্থকদের অভিবাদন জানাতে হাসপাতালের বাইরে যাবেন? গাড়ির মধ্যে থাকা সিক্রেট সার্ভিসের লোকজনকে কেন তিনি স্বাস্থ্যঝুঁকিতে ফেলবেন?

ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসক জেমস ফিলিপস ট্রাম্পের এমন মোটরযাত্রাকে উন্মাদনা বলেছেন। তিনি বলেন, গাড়ির মধ্যে থাকা প্রত্যেকের জীবন এতে ঝুঁকিতে পড়বে। ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে না থেকে রাজনৈতিক এমন নাটকের জন্য কেউ মারাও যেতে পারে বলে এই চিকিৎসক মনে করেন।

ট্রাম্পের সার্বক্ষণিক সাংবাদিক পুলকেও তার গতিবিধি সম্পর্কে বলা হয়নি।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, প্রেসিডেন্ট ট্রাম তার সমর্থকদের অভিবাদন যানাতে মোটর শোভাযাত্রায় যোগ দেন এবং এরপরই আবার হাসপাতালে ফিরে গেছেন।

সূত্রঃ প্রথম আলো

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন