বিশ্ব

ইন্দোনেশিয়া জাহাজ কেন আটক করল জানতে চেয়েছে ইরান

ইন্দোনেশিয়া জাহাজ
আটক জাহাজ দুটি- ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়া জাহাজ কেন আটক করল জানতে চেয়েছে ইরান

ইরান ও পানামার পতাকাবাহী দুটি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়া। কিন্তু কেন আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তথ্য চেয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আটকের একদিন পরই জাকার্তাকে এ সংক্রান্ত বিস্তারিত জানাতে বলেছে।

সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এ কথা জানিয়েছেন। এর একদিন আগে রোববার জাকার্তা জানায়, নিজেদের জলসীমায় অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন করছিল ইরানের পতাকাবাহী জাহাজ এমটি হর্স ও পানামার পতাকাবাহী জাহাজ এমটি ফ্রিয়ে। এরপর ওইদিনই জাহাজ দুটিকে আটক করে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড। খবর রয়টার্সের

সংবাদ সম্মেলনে খতিবজাদেহ বলেন, জাহাজ আটক করা একটি ‘প্রযুক্তিগত সমস্যা এবং শিপিংয়ের ক্ষেত্রে এটি ঘটে’।

তিনি বলেন, আমাদের বন্দর সংস্থা ও জাহাজের মালিক সংস্থা সমস্যার কারণ খুঁজে বের করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

ইন্দোনেশিয়াল কোস্টগার্ডের মুখপাত্র উইসনু প্রমন্দিতা বলেছেন, কালিমন্থান প্রদেশের জলে জব্দ করা ট্যাংকার দুটি আরও তদন্তের জন্য রিয়াউ দ্বীপ প্রদেশের বাটাম দ্বীপে নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, জাহাজ দুটির আশপাশ দিয়ে তেল ছড়িয়ে পড়ছিল। জাহাজ দুটিতে থাকা লোকজন এ ঘটনার জন্য লজ্জাবোধ করছিলেন।

তিনি জানান, দুটি জাহাজে ৬১ জন ক্রু সদস্য ছিলেন। তাদের আটক করা হয়েছে। এরমধ্যে ইরানি এবং চীনা নাগরিক রয়েছেন। এছাড়া এ ঘটনায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বা জ্বালানি মন্ত্রণলায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

রয়টার্স জানিয়েছে, রেফিনিটিভ একনের শিপিংয়ের তথ্যে দেখা গেছে, সুপারট্যাংকার দুটির প্রত্যেকটি দুই মিলিয়ন ব্যারেল তেল বহন করতে সক্ষম। এছাড়া জাহাজ দুটি এ মাসের শুরুর দিকে সিঙ্গাপুরে শেষ ভ্রমণ করেছে বলে জানা গেছে।

জাহাজ দুটিকে রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে শনাক্ত করা হয়। সে সময় জাহাজ দুটিতে নিজ নিজ দেশের পতাকা ছিল না। একইসঙ্গে তারা স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি বন্ধ করে রেখেছিল। এমনকি বেতারবার্তারও কোনো জবাব দিচ্ছিল না।

সূত্রঃ দৈনিক সমকাল

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন