ঈর্ষা |||| পুলক বড়ুয়া
তোমাদের হিংসা-বিদ্বেষের কথা ভাবার চেয়ে
বিকেলের সৌন্দর্য দ্যাখা অনেক ভালো ।
আমি এখন মগ্ন; সেদিকে আমার মন,—
তোমরা আমার মন কাড়োনি;
একটি বিকেলের দিকে তাকিয়ে থাকা অনেক ভালো—
গাছপালার দিকে রোদ্দুর হেলান দিয়েছে;
সবুজের যে-অংশে রোদ, সেখানে আলো
যেখানে রোদ পৌঁছায়নি, এলাকাটি ছায়াময়
আপাতত শ্যামলীর আলো-ছায়ার আধারে
মূল কান্ডটি, কায়াটি এভাবেই ঢাকা পড়েছে;
এভাবে প্রগাঢ় সবুজ সঘন;
হালকা সবুজ চকচকে—চিকচিক আলো ফুটে ঠিকরে বেরুচ্ছে;
তোমাদের হিংসা-দ্বেষ দিয়ে আমার এসব কেড়ে নিতে পারোনি
বৃক্ষকে না-হয় বৃক্ষপ্রেমিককে হত্যা করবে;
সবুজ রক্তে রঞ্জিত হলে তোমরা দ্যাখো না;
দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কাঁদে ।
তোমরা হাত বাড়িয়ে ফুল ছিঁড়ে, ফল পেড়ে
ডালপালা ভেঙে দিয়ে যাও;
শুশ্রূষার অধিক শোষণ করো
শোভা ও শোধনাগার এই
প্রকৃতির সেবাকে বলাৎকার কর
আমি অস্তাচলের রঙ মেখে প্রকৃতির কোলে
একটি বিকেলকে সাজুগুজু করতে দ্যাখি,
আরাম কেদারায় আধ-শোয়া সূর্যাস্তের