বিশ্ব

কোয়ারেন্টিনে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল

কোয়ারেন্টিনে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল

 

এবার প্রাণঘাতী করোনাভাইরাস সন্দেহে কোয়ারেন্টিনে নেওয়া হলো  কে। করোনায় আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের প্রেক্ষিতে কোয়ারেন্টিনে নেওয়া হলো তাকে।

গতকাল রবিবার এঙ্গেলা মার্কেলের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার (২০ মার্চ) এক চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এঙ্গেলা মার্কেলকে নিউমোনিয়া সংক্রমণ প্রতিরোধের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। পরবর্তীতে জানা যায়, এই চিকিৎসক করোনায় আক্রান্ত। এরই প্রেক্ষিতে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে এঙ্গেলা মার্কেলকে।

এদিকে দেশটিতে দুই সপ্তাহের জন্য কর্মস্থল এবং বাসার বাইরে দুইয়ের অধিক লোকের সমাগম নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে বিউটি পার্লার, মাসাজ পার্লার, ট্যাটু শপ এবং রেস্টুরেন্ট। তবে রেস্টুরেন্ট থেকে শুধু পার্সেল করে খাবার নেওয়া যাবে।

এক ভিডিও বার্তায় এঙ্গেলা মার্কেল বলেন, এমন পরিস্থিতিতে আমাদের (দায়িত্বশীল) আচরণই সবচেয়ে কার্যকর উপায়।

জার্মানিতে বিগত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৫০ জন। নিহত হয়েছেন ৮ জন। সবমিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৭১৪। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২।

 



 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =