কানাডার সংবাদ ফিচার্ড

এয়ার কানাডা আরও ফ্লাইট বাতিল করেছে, ইউনিয়নের হুমকি ধর্মঘট চালিয়ে যাবে

এয়ার কানাডার ধর্মঘট। ছবি: সিবিসি

এয়ার কানাডা আরও ফ্লাইট বাতিল করেছে, ইউনিয়নের হুমকি ধর্মঘট চালিয়ে যাবে

কানাডার শ্রমমন্ত্রী এয়ার কানাডা ও এর ফ্লাইট অ্যাটেনডেন্টদের আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন এবং ইউনিয়নের অভিযোগে বেতনবিহীন কাজের বিষয়ে ফেডারেল তদন্তের নির্দেশ দিয়েছেন। ইউনিয়ন সোমবার জানিয়েছে, তারা ধর্মঘট চালিয়ে যেতে জেল যাওয়ার ঝুঁকিও নিতে প্রস্তুত।

কানাডার পাবলিক এমপ্লয়িজ ইউনিয়নের (CUPE) এয়ার কানাডা শাখা কানাডার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বোর্ডের কাজে ফেরার নির্দেশ অমান্য করে ধর্মঘট চালিয়ে যাচ্ছে, যা বোর্ড “অবৈধ” ঘোষণা করেছে।

এয়ার কানাডা জানিয়েছে, এয়ার কানাডা ও এয়ার কানাডা রুজের সব ফ্লাইট মঙ্গলবার বিকেল ৪টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত স্থগিত থাকবে।

মন্ত্রী প্যাটি হাজদু এক ভিডিও বার্তায় বলেছেন, “এখনও দেরি হয়নি একটি চুক্তিতে পৌঁছাতে। আসলে কোম্পানি ও ইউনিয়ন আজই আলোচনায় বসতে পারে এবং একটি সমাধান খুঁজে নিতে পারে, যা সবার জন্য সবচেয়ে ভালো হবে।”

তিনি আরও জানিয়েছেন, এয়ারলাইন খাতে বেতনবিহীন কাজের অভিযোগ তদন্তে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া হবে। হাজদু বলেছেন, “যদি নিয়োগকর্তারা কানাডার শ্রম কোডের ফাঁকফোকর ব্যবহার করে থাকে, তবে আমরা তা বন্ধ করব। কাউকেই বিনা বেতনে কাজ করতে বাধ্য করা উচিত নয়।”

ইউনিয়নের হুঁশিয়ারি: ‘ধর্মঘটে কোনো সীমা নেই

CUPE জাতীয় সভাপতি মার্ক হ্যানকক সোমবার সাংবাদিকদের বলেছেন, ভালো চুক্তি আদায়ের জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত। কানাডার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বোর্ড দুপুরের মধ্যে ইউনিয়নকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিতে বললেও, তারা তা মানেনি।

হ্যানকক বলেন, “ধর্মঘটে আমাদের কোনো সীমা নেই, আমরা দৃঢ় থাকব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে এই কর্মীরা তাদের প্রিয় কাজ করতে পারবে। যদি এর মানে হয় আমাকে জেলে যেতে হবে, তাই হোক। যদি ইউনিয়নকে জরিমানা দিতে হয়, তবুও তাই হোক।”

ইউনিয়নের দাবি, এয়ার কানাডাকে আলোচনায় ফেরাতে চাপ সৃষ্টি করতেই ধর্মঘট চালিয়ে যাওয়া জরুরি। তাদের অভিযোগ, ফ্লাইট অ্যাটেনডেন্টদের মাটিতে উড্ডয়নের আগে ও অবতরণের পর যেসব দায়িত্ব পালন করতে হয়, তার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তবে এয়ার কানাডা এ অভিযোগ অস্বীকার করেছে।

বোর্ড তাদের আদেশে বলেছে, “ইউনিয়ন ও এর কর্মকর্তারা অবিলম্বে সব অবৈধ ধর্মঘট কার্যক্রম বন্ধ করবে এবং কর্মীদের দায়িত্বে ফেরার নির্দেশ দেবে।”

এয়ার কানাডা জানিয়েছে, ধর্মঘটের কারণে তাদের প্রায় পাঁচ লাখ যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে।

সূত্রঃ গ্লোবাল নিউজ

 

 

এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন