এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে প্রথমার্ধেই ৪ গোল বাংলাদেশের মেয়েদের
অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পূর্ব তিমুরের মুখোমুখি বাংলাদেশ। প্রথমার্ধে এশিয়ার এই দেশটির জালে চার গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন খাতুন ও তৃষ্ণা রানী।
লাও ন্যাশনাল স্টেডিয়ামে আজ শুরু থেকেই পূর্ব তিমুরকে চাপে রেখেছে আফঈদারা। ম্যাচের ২০ মিনিটে আসে বাংলাদেশের প্রথম সাফল্য। স্বপ্না রানীর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন সিনহা জাহান শিখা। ৩২ মিনিটে কর্নার থেকে অবিশ্বাস্য এক অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি। কর্নার থেকে সরাসরি করা গোলকেই বলা হয় অলিম্পিক গোল। এরপর ম্যাচের ৩৬ মিনিটে শান্তির কর্নার থেকে গোল করেন ফরোয়ার্ড নবিরন খাতুন। প্রথমার্ধের শেষদিকে তৃষ্ণা রানীর গোলে ৪-০ হয় বাংলাদেশের স্কোর।
এই ম্যাচে জয় পেলে বয়সভিত্তিকের এশিয়ান কাপ নিশ্চিতে আরও একধাপ এগিয়ে যাবে বাঘিনীরা। সাথে ফিফার দেয়া সুখবর উদযাপনের বিষয়তো থাকছেই। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টটিতে শুভ সূচনা করে বাংলাদেশ।