প্রবাসের সংবাদ

ফিলাডেলফিয়ার এ্যডভাইজরি কমিশনে নিয়োগ পেলেন বাংলদেশী এনাম চৌধুরী

এ্যডভাইজরি কমিশনে

শিব্বীর আহমেদ ।।

পেনসিলভানিয়া:   ফিলাডেলফিয়ার এ্যডভাইজরি কমিশন অন এশিয়ান প্যেসিফিক আমেরিকান এফ্যেয়ার্স এ আনুষ্ঠানিক ভাবে নিয়োগ পেলেন
 ফিলাডেলফিয়ার বাংলদেশী প্রবাসিদের প্রিয় মুখ মোহাম্মেদ এনাম চৌধুরী। পেনসিলভানিয়ার গভর্নর টম উলফ আনুষ্ঠানিক এনাম চৌধুরীকে নিয়োগ প্রদান ও সাটিফিকেট প্রদান করেন । এই নিয়োগটি  ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত বলবত থাকবে ।
এনাম চৌধুরী দীর্ঘদিন যাবত ক্মুনিটির ভিবিন্ন সেবা মুলক কার্যকলাপের সহ মুল্ধারার রাজনীতির সাথে জড়িত আছেন। ইতঃপূর্বে তিনি ডেমোক্রেট দলের দুই দুইবার সদস্য নির্বাচিত হয়েছেন।   এনাম চৌধুরীর নিয়োগ  সংবাদে ক্মুনিটির বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নিয়োগ প্রাপ্তির পর এনাম চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার এই অর্জন পুরোটাই আমার কমুনিটির প্রবাসীদের জন্য। সবার সহযোগিতা ছাড়া আমার এই অর্জন কোন ভাবেই সম্ভব ছিল না ।  looking-for-a-job
সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 1 =