নগরীর পাঁচলাইশ এলাকার পার্কভিউ হাসপাতালে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। শোকাবহ পরিবেশ।কখনও খেলছে কখনও কাঁদছে অবুঝ শিশুটি । দাদির কোলে বসে আছে ফুটফটে শিশু রাহিন। সে কখনও হাসছে আবার কখনও কাঁদছে। কখনও মগ্ন হচ্ছে খেলায়। পাশেই চেয়ারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন তার চাচা আদিল। এই দৃশ্য গতকাল শুক্রবার দুপুর ১টার দিকের। এদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন রাহিনের বাবা জাহেদ হোসেন শাকিল। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে, চমেক হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় রাহিনের মা নিগার সুলতানাকে নগরের পার্কভিউ হাসপাতালে আনা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু বিকেল ৩টায় তিনিও না ফেরার দেশে চলে যান। ফলে মুহূর্তেই এতিম হয়ে গেল অবুঝ রাহিন।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, গতকাল শ্যামলী পরিবহনের বাসে রাহিনকে নিয়ে তার মা-বাবা যাচ্ছিলেন কক্সবাজারের চকরিয়ার গ্রামের বাড়িতে। পটিয়ার কর্ণফুলী ব্রিজ পার হওয়ার পর শান্তিরহাটে তাদের গাড়ি মুখোমুখি হয় অন্য একটি বাসের সঙ্গে। পুলিশ রাহিনের বাবা জাহেদকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রাহিনের মাকে একই হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে স্বজনরা নগরের পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখেন; কিন্তু সবাইকে কাঁদিয়ে তিনিও না ফেরার দেশে চলে যান।
নিহত জাহেদের ছোট ভাই ব্যাংকার আদিল জানান, জাহেদ ও নিগার সুলতানার দাম্পত্য জীবন খুব সুন্দর কাটছিল। জাহেদ দীর্ঘ বছর ধরে দুবাইতে ছিলেন। স্ত্রী নিগার সুলতানা চট্টগ্রাম গ্রামার স্কুলে শিক্ষকতা করতেন। জাহেদ গত পাঁচ-ছয় মাস আগে দুবাই থেকে দেশে আসেন। রাহিন নগরের একটি স্কুলে কেজি ওয়ানে পড়ে।
আরও পড়ুনঃ কানাডায় বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ লাপাত্তা বেলায়েত!
আরও পড়ুনঃ “তুই রাজাকার- তুই চোর “
আরও পড়ুনঃ ১৬ দিনে সৌদি থেকে খালি হাতে ফিরলেন দেড় হাজার প্রবাসী
আরও পড়ুনঃ পর্নো সাইটে চাকরির প্রস্তাব পেলেন রাজপরিবারের বধূ মেগান!
আরও পড়ুনঃ প্রবাসী ড. শাহ আসাদুজ্জামান আর নেই
আরও পড়ুনঃ আফগান অ্যাথলেটিক ফেডারেশনের প্রধান হলেন এক নারী
আরও পড়ুনঃ শুধু শিশুকে নিয়ে ছেড়ে দিল ট্রেন
আরও পড়ুনঃ ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করছে ইরান
আরও পড়ুনঃ বাবার সহায়তায় কিশোরীকে ধর্ষণ!
আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় নিহত হলেন আমেরিকা প্রবাসী
আরও পড়ুনঃ বিল গেটসের ব্লগে সমীর-সেঁজুতি
আরও পড়ুনঃ সৌদি আরবে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বাংলাদেশি তরুণী
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের নদী থেকে বাংলাদেশি চিকিৎসকের মরদেহ উদ্ধার
আরও পড়ুনঃ ৩০০ কোটি টাকা মেরে কানাডায়