সাহিত্য ও কবিতা

কচুর লতি |||| বিশ্বজিৎ মানিক 


কচুর লতি |||| বিশ্বজিৎ মানিক


কচুর লতি,  মুখরোচক – সবজি একটি বটে
আগের দিনে,পাওয়া যেত – একে রাস্তা ঘাটে।


আজও মিলে, কচুর লতি – রাস্তার পাশে, নালায়
মতি তাহা, তুলে এনে – বিক্রি করে পাড়ায়।


কচু চাষি, আছে আবার – পেশাদারি কিছু
ফলন ভালো, হয় কচুদের – যে জমিটি নিচু।


ছড়ার পাড়ে, বেশ আছে তো – এবার কচুর লতি
সেখান থেকেই, তুলে লতি – কোনা গাঁয়ের মতি।


হৃষ্টপুষ্ট লতি গুলো – সুন্দর দেখা যায়
বাজার থেকে, কিছু বেশি – মতি তার দাম চায়।


দাম হাঁকে সে, চল্লিশ টাকা – প্রতি কেজি হবে
হাতে নিয়ে, টাকা আসো – কে কে লতি নেবে।


ধনশালী, ইমরান আলী – এক কেজি তার নিলো
পকেট থেকে, চল্লিশ টাকা – মতিকে সে দিলো।


আরো কিছু, ক্রেতা ছিল – কিনলো কচুর লতি
মতি হলো, মহাখুশি – লাভ হলো তার অতি।


কচুর লতি, তুলেই তার – ব্যবসা পাতি হয়
অর্থনীতির সঙ্গায় ইহা – ব্যবসা কিন্তু নয়।


ব্যবসা করতে, লাগে সদাই – পূঁজি বিনিয়োগ
মতি হলো, গরীব মানুষ – তার নেই সে সুযোগ।


তাইতো মতি, বনবাদাড়ে – ঘুরে বেড়ায় রোজ
কোথায় আছে, কচুর লতি – করছে সদাই খোঁজ।


ধনী গরীব, সব মানুষেই – কচুর লতি খায়
সুটকি আর চিংড়ি মাছ – লতিতে খুব মানায়।


ইলিশ দিয়ে, রাঁধলে লতি – স্বাদ লাগে তায় প্রচুর
ডায়াটারি ফাইবার করে – কোষ্ঠকাঠিন্য দূর।


লতির মাঝে, আয়রন আছে – রোগ প্রতিরোধ করে
বুঝতে পারে, তারাই শুধু – লতি নেয় যে ঘরে।


আয়োডিন আর, ভিটামিন যে – কতো আছে তাতে
লতি করে প্রভাব বিস্তার – কোলেস্টেরল কমাতে।


ক্যালশিয়ামও পর্যাপ্ত থাকে – শক্ত করে হাড়
তাইতো সবার, উচিত হলো – লতি করতে আহার।


লতি খেলে, গলায় ধরে – নাকি কারো কারো
চিপলে লেবু, লতির সাথে – ভাত খাওয়া যায় আরো।


উপকারের বিবেচনায় – কচুর লতি সেরা
স্বাস্থ্য থাকবে, তাদের ভালো – খাবে লতি যারা।


০৮/০৭/২০২০ খ্রিস্টাব্দ।


 


সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন