ফিচার্ড সাহিত্য ও কবিতা

কবিতা / বিপ্লব ঘোষ

কবিতা / বিপ্লব ঘোষ


জয়িতা নদী 

দাঁড়িয়ে আছো পান্নার মাঝে 
দূরে হেমন্তের পোস্টম্যান 
পাশে পাথুরে জয়িতা নদী 
এই নামে তারে ডাকি যদি  ! 
কালভার্ট বলে সাবধান 
আকাশ মেলেছে সাদা-নীলে  
ধূসর পাহাড়ের আল্পনা  
আড়াল করেছো একা 
আমি তো কিছুই দেখছি না 
কোথায় হারালো আলো–মায়া ! 
তবে কি ভিনগ্রহের প্রাণ ! 
ভিক্ষা ভালবাসা করো দান  ।
————
কেউ কাছে এসে 
আমি কখন বলতে পারিনি 
আমার মন ভাল নেই ।
আমি কখন কারো সামনে
চোখের জল ফেলিনি ।
তবু আমায় কেউ এসে জিজ্ঞেস করুক 
আমি এত উদাস কেন ! 
উত্তরে যদিও বলব 
রাতে ভাল ঘুম হয়নি ।
চোখের জলে যে রাত আসে 
আমি সেই চোখ শুকোতে 
বৃষ্টির কাছে যাই ।
শুধু দুপুরে কেউ এসে আঁচলে 
আমার ঘাম মুছিয়ে দিক  ।
আমার সমস্ত আগুন 
আমাকে বইতে হবে জানি 
তবু কেউ এসে প্রশ্ন করুক 
আমার কোনো কষ্ট আছে কি না ! 
একবার আমার কাছে এসে 
মিথ্যে করে বলুক– ভাল– বাসি তো !
সংবাদটি শেয়ার করুন