কমলগঞ্জের লাউয়াছড়া বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাংসদ সাবের হোসেন চৌধুরী বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শণ করেন। জাতীয় উদ্যান পরিদর্শণকালে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কিছু বন্যপ্রানী অবমুক্ত করেন সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
আরও পড়ুনঃ সাইবার ইঞ্জিনিয়ার মর্তুজা বাংলাদেশীদের গর্ব
বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সাবের হোসেন চৌধুরী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শণে আসেন। কমলগঞ্জের লাউয়াছড়া বন্যপ্রাণী অবমুক্ত উপলক্ষে বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাংসদ সাবের হোসেন চৌধুরী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় উদ্যানে ১টি অজগর সাপ, ২ টি বন বিড়াল, ১টি লজ্জাবতী বানর, ২টি বন বিড়াল, ২টি মেছোবাঘ, ১টি সোনালী বিড়াল ও বিভিন্ন রকমের ৬টি পাখি অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান, সীতেশ রঞ্জন দেবসহ বন কর্মকর্তারা।