কমলগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৮তম বার্ষিক পাদুকা উৎসব ও অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞ
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে, ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণের পূজার্চ্চনা ও পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রতিকৃতি স্থাপন, সকাল সাড়ে ১১টায় ১০৮ জন পাঠকীর গীতা পরায়ন, সন্ধ্যা ৬টায় তুলসী ও গৌর আরতী, রাত ৮টায় অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞের শুভ অধিবাস, অধিবাস কীর্তন পরিবেশন করবেন- প্রিয়ধন দাশ মাস্টার, বাসুদেব সংঘ, চুনারুঘাট, হবিগঞ্জ। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রহ্মমুহুর্ত হইতে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের শুভারম্ভ, সকাল ৭টায় পূজা অর্চ্চনা, সকাল ৯টায় বাল্যভোগ নিবেদন, দুপুর ১২টায় মহাপ্রভু ও লোকনাথ বাবার রাজভোগ নিবেদন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ। ২৬ ফেব্রুয়ারি বুধবার ভোর ৬টায় শ্রীনাম সমাপন, সকাল ৮টায় নগর পরিক্রমা, সকাল ১১টায় দধিভান্ড ভঞ্জন ও মহান্ত বিদায়। উক্ত অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনে শ্রীনাম পরিবেশন করবেন- শিবগৌরী সম্প্রদায়-ফিরোজপুর, আশ্রম সম্প্রদায়-রাজনগর, শ্রীনাম সংঘ-জুড়ী, বীণাপানি সম্প্রদায়-ব্রাহ্মনবাড়ীয়া।
কমলগঞ্জ লোকনাথ সেবা সংঘের সভাপতি সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সহ-সভাপতি চিরঞ্জিব রায় গৌতম, সাধারণ সম্পাদক প্রত্যুষ ধর, রঘুনন্দন করুনাময় দেব পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৮তম বার্ষিক পাদুকা উৎসব ও অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞে সর্বস্তরের ভক্তবৃন্দকে স্বত:স্ফুর্তভাবে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।