ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি : ২৭তম এশিয়ান ফেয়ার স্থগিত ।। নিউইয়র্কে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত ঘোষণা ।। ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেসের বাংলাদেশ সফর স্থগিত ।। করোনার কারণে যুক্তরাস্ট্রের সব অনুষ্ঠান স্থগিত ।। নিউ ইয়র্কে ন্যাশনাল গার্ড মোতায়েন
ওয়েস্ট পাম বীচ, ফ্লোরিডা : করোনা ভাইরাসের কারণে পুরো ফ্লোরিডা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফ্লোরিডা গভর্নর রন ডি সান্টিস সোমবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। ডি সান্টিস বলেন, এই ঘোষণার ফলে রাষ্ট্রীয় তহবিল এনে দেবে যা ফ্লোরিডাকে আরও কার্যকরভাবে সংহতকরণে সহায়তা করবে। ফ্লোররিডায় ১৮ জন করোনা ভাইরাস রোগীর মধ্যে দু’জন মারা গেছে বলে জানিয়েছে ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও আরো কয়েকজনের রোগীর পরীক্ষা নিরীক্ষা চলছে।
এদিকে আগামী ১৪ ও১৫ ই মার্চ ফ্লোরিডার নৈসর্গিক শহর ওয়েস্ট পালম বিচ’র সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ২৭ তম এশিয়ান খাদ্য মেলা ও সাংস্কৃতিক শো স্থগিত করা হয়েছে। এক বার্তায় বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এম রহমান জাহির বলেন, করোনা ভাইরাসের কারণে পুরো ফ্লোরিডা জুড়ে জরুরি অবস্থা জারির ফলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ব্রাওয়ার্ড কাউন্টি, ফ্লোরিডা :- বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে যাবার কথা ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেস। কিন্তু করোনা ভাইরাসের কারণে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করায় এ সফর স্থগিত করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেস। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীকে লেখা এক চিঠিতে মেয়র ডেল হলনেস দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করেই বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য এই মার্চ মাসে মেয়র ডেল হলনেস বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ঢাকায় বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন মিশনের জন্য বৈঠককরার কথা ছিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম বিনিয়োগকারী দেশ। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে মোট ৭.৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্র থেকে শীর্ষস্থানীয় রফতানি পণ্যের মধ্যে রয়েছে তেল, বীজ, টেক্সটাইল, ধাতব ধাতু, সিরিয়াল এবং কৃষি পণ্য। প্রকৃতপক্ষে, কৃষি পণ্য রফতানি ২০১৬ থেকে প্রায় দ্বিগুণ হয়ে ২০১৭ সালে ৮৮৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
কিন্তু করোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর আপাততঃ স্থগিত করা হল।
সর্বশেষ সংবাদ
কানাডার সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন