করোনায় আক্রান্ত মেহের আফরোজ শাওন
করোনা ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন জননন্দিত উপন্যাসিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। আজ শুক্রবার (৩০ জুলাই) সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়।
পজিটিভ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেহের আফরোজ শাওন নিজেই তা নিশ্চিত করেছেন। তার অসুুস্থতার সংবাদ ভক্ত মহলে সাড়া জাগিয়েছে।
মেহের আফরোজ শাওন একজন জনপ্রিয় অভিনয় শিল্পী , দক্ষ নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র পরিচালক ও স্থপতি। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তার মা তহুরা আলী জাতীয় সংসদের একজন সাংসদ ছিলেন।শাওন নিজ প্রতিভাবলে যিনি গোটা বাংলার সাংস্কূূূতিক অঙ্গনে সুপরিচিত ।
মেহের আফরোজ শাওনের স্বামী প্রয়াত নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন কুতুবপুর গ্রামে।
নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশী শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হন। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তার নির্মিত চলচ্চিত্র দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
শাওন যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন এজন্য বিভিন্ন ফেসবুকে ভক্ত মহল পরম করুণাময় স্রষ্টার কাছে মিনতি করে পোস্ট দিচ্ছেন।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান