পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ছবি: সংগৃহীত
রোনা ভাইরাস ধ্বংসে মন্দিরে নরবলি পুরোহিতের । করোনা ভাইরাস ধ্বংস করতে হলে দেবতাকে সন্তুষ্ট করতে হবে। আর সেজন্য দিতে হবে নরবলি। স্বপ্নে পাওয়া এমন নির্দেশে মন্দিরের ভেতর এক ব্যক্তিকে বলি দিলেন পুরোহিত।
পুলিশ জানায়, বুধবার রাতে ঘটনাটি ঘটছে নরসিংহপুর থানা এলাকায় বাঁধহুদা গ্রামের কাছে একটি স্থানীয় মন্দিরে। ঐ মন্দিরের ৭২ বছরের পুরোহিত সংসারী ওঝার বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের নাম সরোজকুমার প্রধান (৫২)।
তদন্তকারীদের কাছে পুরোহিত দাবি করেন, করোনা ভাইরাস ধ্বংস করতে মন্দিরের দেবীর কাছ থেকে নরবলির স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি। সেই নির্দেশ মেনেই সরোজকুমার প্রধানকে (৫২) বলি দিয়েছেন।
কটকের ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিসকুমার সিংহ বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনার সময় মাতাল অবস্থায় ছিলেন সংসারী ওঝা। পরের দিন সকালে তার হুঁশ ফিরলে পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেন তিনি। খুনের কথা স্বীকারও করেছেন সংসারী।’
এদিকে ওড়িশায় অভিযুক্তের চরম শাস্তির দাবি করেছেন অনেকে। ঐ রাজ্যের সমাজকর্মী সত্যপ্রকাশ পতি বলেন, একবিংশ শতকেও যে মানুষ এ ধরনের বর্বর কাজে বিশ্বাস করে, তা সত্যিই অবিশ্বাস্য। খবর: আনন্দবাজার
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন