বিশ্ব

করোনা মোকাবিলায় ভারতকে ১৩৫ কোটি টাকা অনুদান ঘোষণা গুগল

করোনা-মোকাবিলায় ভারতকে-১৩৫-কোটি-টাকা-অনুদান-ঘোষণা-গুগল

করোনা মোকাবিলায় ভারতকে ১৩৫ কোটি টাকা অনুদান ঘোষণা গুগল সিইও পিচাইয়ের, পাশে থাকার আশ্বাস মাইক্রোসফটের

করোনা মোকাবিলায় ভারতকে ১৩৫ কোটি টাকা অনুদান ঘোষণা গুগল

সিবিএনএ অন লাইন ডেস্ক/ ২৬ এপ্রিল, ২০২১। ক্রমশ অবনতি হওয়া ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার দেশের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন গুগল প্রধান সুন্দর পিচাই ও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে ইউনিসেফ ও গিভ ইন্ডিয়া–র মাধ্যমে মোট ১৩৫ কোটি টাকা অনুদান দেওয়ার কথা সোমবার টুইটারে ঘোষণা করেন সুন্দর পিচাই।

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পিচাই বলেন, ‘ভারতে ক্রমাগত বেড়ে চলা কোভিড সঙ্কট দেখে আমি বিধ্বস্ত। গুগল এবং গুগলের কর্মীদের তরফে গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফ– এর মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম কিনতে, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করা সংস্থাগুলিকে সাহায্য করতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ১৩৫ কোটি টাকার সাহায্য দেওয়া হচ্ছে।’ এ ছাড়াও, ভারত গুগলের দায়িত্বে থাকা সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, এই সঙ্কটের সময় ভারত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তাঁরা। গুগলের তরফে জানানো হয়েছে যে, এই ১৩৫ কোটি টাকার মধ্যে সংস্থার সমাজসেবামূলক শাখা সংগঠন google.org-এর তরফে ২০ কোটি টাকা দেওয়া হয়েছে। ‘গিভ ইন্ডিয়া’কে যে টাকা দেওয়া হচ্ছে, তা দিয়ে অতিমারির প্রকোপে যে সমস্ত পরিবার যুঝছে, তাদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম কিনতে, অক্সিজেনের জোগান বাড়াতে এবং করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের সংখ্যা বাড়াতে বাকি টাকা যাবে ইউনিসেফ–এর খাতে। এ ছাড়াও, গুগলের ৯০০ কর্মী মিলে ৩ কোটি ৭০ লক্ষ টাকা সাহায্য করেছেন বলে জানা গিয়েছে।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা টুইট করে বলেন,‘ভারতের কোভিড পরিস্থিতি হদয় বিদারক। ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে আমার ধন্যবাদ। এই বিপর্যয়ে সমস্তরকমের সহযোগিতা করবে মাইক্রোসফট। একই সঙ্গে ভারতকে চিকিৎসা সরঞ্জাম কেনা, প্রযুক্তিগত সাহায্য, ত্রাণকার্য, অক্সিজেন কনসেনট্রেশন যন্ত্র কেনায় সহযোগিতা করা হবে।’

প্রসঙ্গত, করোনা সঙ্কটে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভারতকে টিকা তৈরির কাঁচামাল রপ্তানি অব্যাহত রাখা হবে বলা জানানো হয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটেন, জার্মানিও।-আজকাল


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন