বিনোদন

করোনা মোকাবিলায় পাঁচ তারকা হোটেল দিলেন আয়েশা টাকিয়া

অভিনেত্রী আয়েশা টাকিয়া। ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। ভাইরাসটি রুখতে ভারতে চলছে লকডাউন। তারপরও ক্রমশই দেশটিতে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন বলিউড তারকারা। এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আয়েশা টাকিয়া।

জানা গেছে, নিজের পাঁচ তারকা হোটেল কোয়ারেন্টিন সেন্টারের জন্য খুলে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তার স্বামী ফারহান আজমি এই কাজে সম্মতি দিয়েছেন। মুম্বাইয়ের মিউনিসিপ্যাল করপোরেশনের কাছে তাদের এই হোটেল।

এ বিষয়ে আয়েশা টাকিয়া বলেন, ‘আমাদের গালফ হোটেলের দরজা খুলে দিয়েছি যাতে বিএমসি তাকে কোয়ারেন্টিনে পরিণত করতে পারে। এই দুর্দিনে আমরা পরস্পরের পাশেই আছি। আমরা আমাদের হোটেল ইতিমধ্যেই মুম্বাই পুলিশকে দিয়ে দিয়েছি।’

এর কিছুদিন আগে নিজের অফিস কোয়ারেন্টিন সেন্টারের জন্য ছেড়ে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর নিজের এক হোটেল চিকিৎসা সেবায় ছেড়ে দেন অভিনেতা সোনো সোদ।

এদিকে, করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত ১৪ হাজারেরও বেশি আর মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =