ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার পর কর্নেল সোফিয়া কুরেশিকে ঘিরে ‘অবমাননাকর, সাম্প্রদায়িক এবং অশালীন’ মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের বিজেপি-দলীয় মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে রাজ্যটির হাইকোর্ট।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, মন্ত্রীর মন্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠলে এ বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়ে বুধবার (১৪ মে) আদালত রাজ্য পুলিশ প্রধানকে বিজয় শাহের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।
কর্নেল সোফিয়া কুরেশি এবং আরেকজন অফিসার উইং কমান্ডার ব্যোমিকা সিং নয়াদিল্লির ‘অপারেশন সিন্দুর’ নিয়ে সংবাদ সম্মেলনে নিয়মিত তথ্য দিতেন।
মঙ্গলবার (১৩ মে) মধ্যপ্রদেশের উপজাতি বিষয়ক মন্ত্রী বিজয় শাহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্নেল সোফিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন বলেন, ‘তারা হিন্দুদের পোশাক খুলে হত্যা করেছিল, আর মোদিজি তাদের বোনকে পাঠিয়েছিলেন প্রতিশোধ নিতে। আমরা তাদের পোশাক খুলে ফেলতে পারিনি, তাই আমরা তাদের সম্প্রদায়ের একটি মেয়েকে পাঠিয়েছিলাম…।’
তিনি বলেন, ‘তোমরা আমাদের সম্প্রদায়ের বোনদের বিধবা করেছ, তামাদেই তোমাদের সম্প্রদায়ের একজন বোন তোমাদের পোশাক খুলে ফেলবে। মোদিজি প্রমাণ করেছেন যে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের জাতের মেয়েদের পাকিস্তানে পাঠানো যেতে পারে।’
এই অনুষ্ঠানে দেশটির কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, বিধায়ক এবং প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ঊষা ঠাকুরসহ বিজেপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এই মন্তব্যের নিন্দা করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সদস্য এবং বিরোধী দলগুলো। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এই মন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।
তবে বিজয় শাহ পরে ক্ষমা চেয়ে বলেন, ‘কর্নেল সোফিয়া কুরেশি আমার কাছে আমার বোনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিনি জাতপাত ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে প্রতিশোধ নিয়েছিলেন। আমি কোনো অপরাধ করার ইচ্ছা করিনি। তবুও, যদি কারও খারাপ লাগে, আমি একবার নয়, দশবার ক্ষমা চাইছি।’
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।