সাহিত্য ও কবিতা

কাকগুলো সব পড়ছে ধরা |||| বিশ্বজিৎ মানিক


কাকগুলো সব পড়ছে ধরা |||| বিশ্বজিৎ মানিক


নন্দ লালের ফল বাগানে – ধরছে কতো ফল

রোজ সকালে দেখে নন্দ – গাছে পাখির দল।


একেক পাখি একেক রকম – সুর করে গায় গান

পাখিগুলোর কলতানে – ভরে যায় তার প্রাণ।


হরেক রকম পাখি গাছে – বসছে ঝাঁকে ঝাঁকে

দেখলে এদের তাড়িয়ে দেয় – উড়ে এসে কাকে।


আকৃতিতে কাক’ই বড়ো – শক্তি বেশি তার

শক্তিশালী কাক বুঝে তাই – ফলগুলো তার খাবার।


অন্যরা কেউ অংশ নিলে – পরবে ভাগে কম

ভাব ধরে তাই থাকে কাক – সেজে স্বরূপ যম।


ছোট পাখির দল যখনই – ফল বাগানে আসে

কাক সোনা চাঁদ দেখে তাহা – সেগুন গাছে বসে।


রাগে গোস্বায় ক্ষুব্ধ হয়ে – করে এদের তাড়া

পালিয়ে গিয়ে বাঁচে পাখি – পরতো নচেৎ মারা।


করছে তারা ঝগড়াঝাটি – একে অন্যের সনে

এসব দেখে নন্দ লালের – ভাবনা জাগে মনে।


মালিক তারা কেহই নয় – ফল বাগানের ফলের

অধিকারটি একাই যেন – শুধু খাবার কাকের।


ছোটদেরও ক্ষুধা আছে – বুঝতে চায়নি কাক

উড়াল দিয়ে কাছে এসেই – দিচ্ছে বিকট ডাক।


সাদাসিধে মানুষ নন্দ – এসব নিয়ে ভাবে

কেন তবে আমার ফল – জোর আছে যার খাবে?


বড়ো ভাই সেজে কাক – করছে বাহাদুরি

ছোটদেরে তাড়িয়ে তাই – একাই করছে চুরি।


বাগানটাতে ফল ফলিয়ে – নন্দ অসহায়

পক্ষী মেরে কাকেই শুধু – লুটেপুটে খায়।


সমাজের চিত্রটাই – ফুটছে এতে উঠে

শক্তিশালী আছে যেজন – খাচ্ছে লুটেপুটে।


রক্তে কেনা বাংলা আমার – লুটেরাদের খনি

সাধারণের ধন নিয়ে তাই – করছে টানাটানি।


সাধু সেজে ভঙ ধরেছে – শয়তানের দল

নন্দলালদের নিঃস্ব করতে – করছে তারা ছল।


কে বা কাকে লুটে খাবে – প্রতিযোগিতা করে

সুযোগ পেলেই তারা আবার – টুঁটি চেপে ধরে।


দেশের নেতা নিজেই এবার – দিচ্ছে যখন হাঁক

কাকগুলো সব পড়ছে ধরা – ঝাঁকের পরে ঝাঁক।


২৩/০৭/২০২০ খ্রিস্টাব্দ।


 

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন