আজ ২১ মার্চ, বিশ্ব কবিতা দিবস । আমি বলি, মানব মনের কাব্যিক মুক্তি দিবস। শৈল্পিক স্বাধীনতা দিবস।বিশ্ব কবিতা দিবস উপলক্ষে : আমার স্বপক্ষে, বিশ্বের সকল নির্যাতিত মানুষের সপক্ষে, দুনিয়ার সকল মুক্তিকামী মানুষের পক্ষে সদ্য রচিত এই কবিতাটি নিবেদন করছি :
…………
আমি পাপীকে সমর্থন করি,
আমি অপরাধীর সপক্ষে সক্রিয়,
আমি দোষীদের আত্মপক্ষে সামিল,
আমি দেশহীন মানুষের দ্বৈরথে দাঁড়াই,
যদি ওরা দেশদ্রোহী হয়, আমিও বিদ্রোহী !
আমি চাই, তুমিও
মাফিয়া হও
গডফাদার হও
নেপথ্য নায়ক হও, প্রতিনায়ক হও,
যা কিছুর শরিক তুমি,
তার মালিক হও,
যা কিছুর শিকার তুমি,
তার বিপ্রতীপ হও,
প্রকৃত আইন প্রণেতা হও,
সরাসরি আইন হাতে তুলে নাও ।
যে আইন তোমাকে শাস্তি দিয়েছে,
তাকে কবুল কর,
সমবিধানে খলনায়কদের শূলে চড়াও,
বিদ্যমান বিধিকে বাতিল কর না,
বলবৎ রাখ,
সৃজনশীল রাখ ।
কাঠগড়ায় আসামি হোক ছদ্মবেশী,
বিচারের মুখোমুখি হোক মুখোশধারী,
ওরা ফিরে পাবে
ওদের ভুলে যাওয়া আদম সুরত !