কানাডার করোনাভাইরাস নিয়ে সর্বশেষ খবর, অপ্রতিরোধ্যভাবে বেড়েই চলছে
বিদ্যুৎ ভৌমিক, সিবিএনএ নিউজ ডেস্ক, মন্ট্রিয়ল, কানাডা । ৩রা জানুয়ারী রোববার সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত , কানাডায় এ পর্যন্ত বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬ লক্ষ ছাড়িয়েছে । কোনভাবেই যেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা।
মাত্র ২ সপ্তাহের মধ্যেই কানাডায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ১ লাখ । কানাডায় কোভিড-১৯ এর Active case রয়েছে বর্তমানে ৭৯ হাজার ৬৬৪ জন। কানাডায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৫ হাজার ৮৬৫ জন এবং এ পর্যন্ত ক্যানাডায় সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৪ হাজারের অধিক মানুষ। কানাডায় করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত রোগীর মধ্যে শনাক্ত ও মৃতের মধ্যে ৯০% বেশী রোগীই উল্লেখিত এ ৪টি বড় প্রদেশের, ক্যুইবেক, অন্টারিও বৃটিশ কলম্বিয়া ও আলবার্টা । । ৩রা জানুয়ারীর রোববারের খবরে ক্যুইবেকে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১০ হাজার ৩০৪ জন এবং ক্যুইবেকে এ পর্যন্ত ক্যুইবেকে মারা গেছেন ৮ হাজার ৩৪৭ জন যা ক্যানাডার অর্ধেক থেকেও বেশী । ক্যুইবেক প্রদেশে নূতন বছর ২০২১ খ্রী: শুরুর পর এ পর্যন্ত ৩ দিনেই সর্বমোট আক্রান্ত হয়েছে ৭,৬১৩ জন । ক্যুইবেক প্রদেশে আজ রবিবার একদিনেই ২,৮৬৯ টি নতুন কোভিড -১৯-এর নতুন রোগী শনাক্ত হয়েছে, মহামারীটি শুরু হওয়ার পর থেকে এটি ক্যুইবেকে একদিনের সর্বোচ্চ রেকর্ড ।
লোক সংখ্যার দিক থেকে ক্যানাডার বৃহত্তম প্রদেশে অন্টারিও প্রদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৯৬২ জন এবং অন্টারিও প্রদেশে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৬৫০ জন। অন্টারিও প্রদেশে নূতন বছর ২০২১ খ্রী: শুরুর পর এ পর্যন্ত ৩ দিনেই সর্বমোট আক্রান্ত হয়েছে ৭,৬৬৩ জন এবং অন্টারিওতে আজ রোববারের খবরে একদিনে আক্রান্ত হয়েছে ২,৯৬৪ জন এবং বৃটিশ কলম্বিয়া প্রদেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫১ হাজার ৯৮৩ জন এবং বৃটিশ কলম্বিয়া প্রদেশে এ পর্যন্ত মারা গেছেন ৯০১ জন। আলবার্টা প্রদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ২২৮ জন এবং আলবার্টায় প্রদেশে এ পর্যন্ত মারা গেছেন ১,০৪৬ জন। হতাশার মধ্যেও আশার আলো এই যে, অনেক অনেক প্রতিক্ষার পর বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদভাবে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম কার্যকরী ফাইজার বাইঅনট্যাকের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে কানাডার বিভিন্ন প্রদেশে গত ৩ সপ্তাহ যাবত এবং মডারনার ভ্যাকসিন দেওয়াও শুরু হচ্ছে । ২০২১ সাল বিশ্ব করোনামুক্ত হয়ে অর্থনৈতিক উন্নতির চাকা গতিশীল হবে এবং মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে-এ প্রার্থনা ও প্রত্যাশা রইলো ।
সূত্র : CTV ও CBC নিউজ
কানাডা ৩রা জানুয়ারী রোববার সন্ধা ৭ টা
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন