কানাডার প্রথম ভ্যাকসিন নিচ্ছেন ৭৫ বছরের বেভারলি
বেভারলি স্পেনিয়ারের বয়স এখন ৭৫। কানাডার মন্ট্রিয়লের মাইমোনিডেস জেরিয়েট্রিক সেন্টার নামের একটি লং টার্ম কেয়ারের বাসিন্দা তিনি।কোভিড মহামারীর বিরুদ্ধে কানডার লড়াইয়ের ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন তিনি।
কানাডায় কোভিডের প্রথম ভ্যাকসিনের জন্য যে দুজনকে বাছাই করা হয়েছে তার একজন তিনি। তিনিই প্রথম ভ্যাকসিন নিচ্ছেন- এমন একটি আলোচনা কানাডাজুড়ে রয়েছে। কুইবেক সিটির সেন্ট এন্টুইন এর বাসিন্দা জিসেলে লেভেসককে নির্বাচন করা হয়েছে ওই লং টার্ম কেয়ারের প্রথম ভ্যাকসিন গ্রহীতা হিসেবে।
সোমবার কুইবেকের দুটি লং টার্ম কেয়ারে কানাডার প্রথম ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। ওল্ড হোম এবং লং টার্ম কেয়ারের বাসিন্দাদের ভ্যাকসিনের অগ্রাধিকার তালিকায় প্রথমে রাখা হয়েছে। তারপরেই রয়েছে সম্মুখসারিতে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।
ভ্যাকসিন গ্রহণের প্রতিক্রিয়ায় বেভারলি স্পেনিয়ার বলেন, কানাডায় আমরা এখন হানুক্কা উৎসব পালন করছি, যেটিকে দেখা হয় অলৌকিক ঘটনার সময় হিসেবে। এতো দ্রুত ভ্যাকসিন চলে আসাটাও নিসন্দেহে একটি অলৌকিক ঘটনা।
সূত্র: নতুনদেশ ডটকম
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন