Business CBNA English NEWS দেশের সংবাদ ফিচার্ড

কাল ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী PM to open ‘Bangladesh Business Summit’ tomorrow

কাল ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী PM to open ‘Bangladesh Business Summit’ tomorrow

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল ‘বাংলাদেশ বিজনেস সামিট’-এর উদ্বোধন করবেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসীম উদ্দিন গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের নিজস্ব অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এফবিসিসিআই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং ২০০-এর বেশি বিদেশি বিনিয়োগকারী, বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) স্বাধীনতার ৫০ বছরে অর্থনীতিতে বাংলাদেশের অর্জন এবং রফতানি ও স্থানীয় ভোক্তা বাজারের পাশাপাশি বিনিয়োগ সক্ষমতা বিদেশিদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও তিনটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, দেশে বিনিয়োগ আনার সক্ষমতা ছিল না। এখন সেই সক্ষমতা তৈরি হয়েছে। ওয়ালমার্ট, জারার মতো কোম্পানি কলকাতায় চলে এসেছে। এখন তাদের বাংলাদেশে আসার সময় হয়েছে। বাংলাদেশের রফতানির সম্ভাবনার পাশাপাশি লোকাল কনজ্যুমার মার্কেটও বড় হচ্ছে।

তিনি বলেন, দেশে এখন ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দৃশ্যমান। আমাদের এসব সক্ষমতা তুলে ধরা দরকার। অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার বিজনেস ফ্যাসিলিটেশনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্বিকভাবে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা কেবল বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও রয়েছে। আমরা তা এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো।

বাংলাদেশকে নিয়ে অনেক সম্ভাবনার খবরও পাওয়া যায় জানিয়ে সভাপতি বলেন, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে বলে মনে করছে বোস্টন কনসাল্টিং গ্রুপ। আর এইচএসবিসির মনে করছে যে বাংলাদেশ হবে নবম বৃহত্তম বাজার।

অন্যদের মধ্যে বাংলাদেশ বিজনেস সামিটের কারিগরি উপদেষ্টা ড. এম মাশরুর রিয়াজ, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, আমিন হেলালি, হাবিব উল্লাহ ডন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

DHAKA, March 10, 2023 (BSS) – Prime Minister Sheikh Hasina will inaugurate the ‘Bangladesh Business Summit’ tomorrow for expanding the country’s trade and investment.

“Prime Minister Sheikh Hasina is scheduled to inaugurate the ‘Bangladesh Business Summit’ on Saturday morning,” FBCCI President Md Jashim Uddin said at a press conference on Thursday.

Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) is organising the three-day event at the Bangabandhu International Conference Centre (BICC) in the city.

Ministers from seven countries including the United Kingdom (UK), the Kingdom of Saudi Arabia(KSA), China, Bhutan, the United Arab Emirates, CEOs of 12 multinational companies and more than 200 foreign investors and business leaders from 17 countries of the world are going to participate in the summit.

The event is being organised as a part of the FBCCI’s 50th founding anniversary celebrations with the aim of creating new opportunities for trade and investment by showcasing the country’s economic potential before a global audience.

FBCCI President Md Jashim Uddin said the summit will highlight the success stories that have set the foundation for Bangladesh’s sustainable growth.

“This summit will play an important role in tapping Bangladesh’s full economic potential, expanding trade and attracting investments,” he added.

Jashim Uddin said business representatives from both home and abroad are having to pay considerable sums as a registration fee to participate in the event.

“This shows that people are very interested in the business environment of Bangladesh. They want to start their business here and so, we have to take this opportunity,” he added.

Jashim Uddin said, “The country didn’t have a such capacity of attracting investment in the past. But, such capacity has now been created. Companies like Walmart and Zara have made their presence in Kolkata. Now, the time has come to step into Bangladesh. Apart from creating high export potentials, the local consumer market has also been expanded.”

Mentioning that the countrywide 100 special economic zones are now more visible than in the past, he said that there is a need to project such capacity as the government has been prioritizing the facilitation of business to move forward the economy.

“Some 750 people have already registered for the summit. Apart from this, a number of people will attend the summit without registration,” he added.

Jashim Uddin mentioned that the summit will showcase dynamic business investment opportunities and improvements to the local business climate while also giving insights on investment priorities of global investors to improve policy-making.

The summit will also facilitate the exchange of success stories and good practices among investors, he added.

The Ministry of Foreign Affairs, the Commerce Ministry and the Bangladesh Investment Development Authority (BIDA) are partnering with the FBCCI for the summit.

There will be three plenary sessions on strategic issues, 13 parallel sessions, business-to-business meets, networking sessions, open house reception and guided tours for international delegates.

The summit will feature the “CNN Experience”, which will consist of a series of thought-leadership sessions focusing on the country’s business climate, investment opportunities, and future sustainable impetus.

সূত্র: বাসস




সংবাদটি শেয়ার করুন