অধিকৃত কাশ্মিরে আশুরার মিছিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপর অঝোরে শটগানের গুলি চালিয়েছে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিয়াদের এ মিছিলে হামলার ঘটনায় বহু আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মহররমের ১০ তারিখ উপলক্ষে শনিবার এ মিছিলের আয়োজন করে প্রায় ৯৭ শতাংশ মুসলিম অধ্যুষিত হিমালয়ান অঞ্চলটির মানুষজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর আলি বার্তা সংস্থা এএফপিকে জানান, মিছিলটি কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের পার্শ্ববর্তী বেমিনা এলাকা থেকে শুরু হয়। এ সময় সরকারি বাহিনীর অনেক সদস্য উপস্থিত ছিলেন।
জাফর আলি ও অন্য যারা দেখেছেন তারা জানিয়েছেন, সমাবেশ বানচাল করতে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ বলছে, করোনাভাইরাসের কারণে জারি করা নিষেধাজ্ঞা ভেঙেছেন এ লোকজন।
অন্য আরেক প্রত্যক্ষদর্শী ইকবাল আহমেদ জানিয়েছেন, মিছিলটি শান্তিপূর্ণই ছিল এবং সেখানে নারীরাও অংশ নিয়েছিলেন। তারপরও গুলি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
এছাড়া, হাসপাতালের কর্মীরা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, অন্তত ৩০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কিছু ছিল গুলি ও টিয়ার গ্যাসে আহত।
সূত্র : আলজাজিরা
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন