ফিচার্ড সাহিত্য ও কবিতা

কিছু যায় আসে না / বিপ্লব ঘোষ

কিছু যায় আসে না / বিপ্লব ঘোষ


 

চলে যাবো বললেই তো হয় না 
আর কেই-বা যেতে চেয়েছে ! 
তবু যেতে হয় ।
 
যেতেই যখন হবে আজ না তো কাল 
কী যে হবে সংসারের হাল !
 
কে যে করবে রাতের শেষে 
যত সব ঘর দুয়ার বন্ধ করে 
তালা চাবি লাগিয়ে নিশ্চিন্তে !
 
এই তো কিছুদিন আগেই 
চোর ঢুকতে না পেরে শেষে 
জানলা দিয়ে হাত বাড়িয়ে 
মোবাইল নিলো ।
 
তারপরে জাল লাগিয়েও 
তিনি এসেছিলেন বাঁশের কঞ্চি নিয়ে 
জাল কেটে ঘুম ভেঙে মেয়ে, চোর.. চোর ….
 
হটাৎ রাতে বউ এর অসহ্য বুকের ব্যথায় 
কুকুরের সাথে লড়ে ওষুধ এনেছি 
বেড়াতে গিয়ে কুলি নেই দেখে 
নিজেই মোট বয়েছি  কত..কতবার ।
 
আরো কত কি আছে 
সেসব কি আর বলা যায় ! 
 
তাই যাবো বললেই তো হয় না 
তবু যেতে হয় 
সবাই বেঁচে থাকতে এমন ভাবে 
আসলে পৃথিবীর কিছু যায় আসে না ।
——-
তুমি এলে 
 
কেউ এলে মনে হয়  
কেউ এলো ।
 
যদি মনের মধ্যে মন 
মিশে গেলো ।
 
কেউ না এলে মনে হয় 
মেঘ এলো না ! 
মেঘ তো বৃষ্টিরই 
আরেক কান্না  ।
 
ভালোবেসে তুমি এলে 
আর কিছু নেই 
যা হলো, হবে 
তোমাক ঘিরেই ।
——-
মনে হয় 
 
ঘরে থাকলে কেবল মনে হয় কেন 
কে যেন ডাকছে ।
 
বাইরে বেরোলে আবার মন তো বলে 
আমাকে খুঁজছে ।
 
কেউ যে কারো নয় এ-মন একদিন 
তুমি বুঝবে যে কোনদিন !
সংবাদটি শেয়ার করুন