২৪ দিন এক অসম যুদ্ধে লড়ছেন ফেলুদা, বেলভিউতে তার কেবিন যেন রণক্ষেত্র
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা ।।
ভালো নেই বাঙালির ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ২৪ দিন ধরে তিনি বেলভিউ ক্লিনিকের একটি আইসিইউ কেবিনে মৃত্যুর সঙ্গে অসম যুদ্ধ চালাচ্ছেন। তার কেবিনে চলছে ডায়ালাইসিস, নেবুলাইজার, দেয়া হচ্ছে রক্ত। কিডনি কাজ করছে না ৮৫ বছরের কিংবদন্তী এ অভিনেতার। দুটি ডায়ালাইসিস হয়ে গেল সৌমিত্র বাবুর। আশানরুপ ফল দেখা যায়নি। বৃহস্পতিবার শুধু একবার চোখ খুলেছিলেন। ওই পর্যন্তই। সাড়া দেননি। সৌমিত্র বাবুর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এর প্রধান ডা. অরিন্দম কর বলছিলেন, তাদের যুদ্ধ জারি থাকবে। কঠিন কাজ, কিন্তু তারা লড়াই চালাচ্ছেন। অরিন্দম বাবুকে মুগ্ধ করছে সৌমিত্র চট্টোপাধ্যায় এর লড়াই করার ক্ষমতা। বললেন, ডাক্তারদের সঙ্গে সঙ্গে উনি সমানতালে লড়াই করছেন। আসলে খিত দা ফাইট করে যেতে চান। সেই অসম যুদ্ধ এখন চলছে।
-সূত্রঃ মানবজমিন
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন