হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট এর আয়োজনে দেশজুড়ে ভার্চুয়াল সম্প্রীতি সমাবেশ এর দ্বিতীয় আয়োজন সম্প্রীতির সমাবেশ চট্টগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং বর্তমান প্রেক্ষাপট প্রতিপাদ্যে গত রবিবার (২৮ নভেম্বর) ২টি পর্বে Humane First Movement এর ফেইসবুক পেইজে সম্প্রীতির সমাবেশ এর উদ্বোধন হয় বাংলাদেশ সময় রাত ৯ টায় এবং শেষ হয় রাত ১১:৩০ টায়। বক্তারা তাদের জীবনের স্মৃতি […]
ভূমি ক্রয় করার নিয়ম-কানুন মালিকানা যাচাইকরণ বিক্রয়ের ঘোষণাকৃত ভূমি বিক্রেতা কিভাবে মালিকানা অর্জন করেছেন তা যাচাই করা বিক্রয়ের ঘোষণাকৃত ভূমি বিক্রেতা হিস্যা অনুযায়ী যতটুকু পায় ততটুকু বিক্রয়ের ঘোষণাকৃত ভূমির পরিমাণ কি না। বিক্রয়ের ঘোষণাকৃত ভূমির মালিকানার কোনো ওয়ারিশ গোপন করা হয়েছে কি না এবং ওয়ারিশগণের মধ্যে কোনো রেজিস্টার্ড বণ্টননামা দলিল সম্পাদন হয়েছে কি না যাচাই […]
সংকল্প /হিমাদ্রী রয় সঞ্জীব দুর্বলেরা বলে আমাদের দিন আসবে, স্বপ্ন গুলি বাস্তবের বাসা পাবে। সাহসীর দিন আজ এক্ষুনি, কে জানে কাল কি হবে। অদৃশ্য দানবের ভয়ে প্রতিশ্রুতি দাও, বেঁচে থাকলে প্রকৃতির বন্ধু হবে। নিঃশ্বাস চলার মাঝে কি মেলে না অবকাশ? এ আমার-তোমার পাপ মনে করে ক্ষমা চাই গভীর অনুতাপে। পৃথিবী অসুখে বিষন্ন, ক্রুদ্ধ প্রকৃতি, […]