ফিচার্ড সাহিত্য ও কবিতা

কোদালা চা ।। পুলক বড়ুয়া 

কোদালা চা ।। পুলক বড়ুয়া


 
বাড়ির পাশে চায়ের শহর

বাড়ির পাশে চায়ের নগর ।


 
এপারেতে থাকি আমি
ওপারেতে তুমি ।
কর্ণফুলীর দখিনে ওই

চায়ের পত্রভূমি ।


 
সবুজ শ্যামল খুদে পাতা
হরিৎ গন্ধে ভরা ।
কে সাজাল চায়ের সাজি

গিরি ছন্দে ভরা !


 
বুনো ফুলের শোভা হয়ে
চায়ের জগৎ ছেয়ে 
কোমল কোমল হাতের ছোঁয়া

নামে পাহাড় বেয়ে ।


 
বুনো শোভা হাওয়ায় ভাসে 
পরশ মেলে পাতায় ।
স্বাদে-গন্ধে রাঙা ভুবন

চিত্তভূমি জাগায় !


 
আমার গাঁয়ের গাঙের ওপার
হাওয়ার অন্তপুরে—
সুরভি তার স্বরলিপি 

সুকন্ঠে দেয় জুড়ে !


 
চা শিল্পের শিল্পীরা সব
লাখো হাতে তুলছে :
কোদালা চা বাগান থেকে

সুগন্ধি ওই দুলছে ।


 
চায়ের ভুবন উষ্ণ ভুবন
এক চুমুকে চাই :
চায়ের চাঙা ভুবন ডাঙা

বাইরে ঘরে পাই !


সংবাদটি শেয়ার করুন