কোভিড ভ্যাকসিন অনুমোদন কানাডার জন্য এক ঐতিহাসিক মূহুর্ত
বিদ্যুৎ ভৌমিক, সিবিএনএ অনলাইন ডেস্ক ।। ৯ ডিসেম্বর বুধবার একটি বিশাল সখবর এই যে, হেলথ কানাডা কানাডায় ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড -১৯ এর ভ্যাকসিন অনুমোদন করেছে এবং ভ্যাকসিনের প্রথম ডোজটি আগামী সপ্তাহের প্রথম দিকে দেওয়া শুরু হতে পারে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এটি একটি সত্যিই গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এ প্রথম ভ্যাকসিন ব্যবহারে সবুজ সংকেত পাওয়া গেছে। ফেডারেল স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিনকে কানাডিয়ানদের ব্যবহারের জন্য কার্যকর এবং নিরাপদ বলে মনে করেছে, যার অর্থ এই যে, ভ্যাকসিনগুলি রোলআউটের জন্য দায়ী দলটি এখন তাদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে। কানাডার জনস্বাস্থ্য সংস্থার পক্ষে শীর্ষস্থানীয সামরিক জেনারেল ড্যানি ফোর্টিন বলেন, “আমরা আশা করছি সোমবারের প্রথম দিকে ভ্যাকসিনগুলি পৌঁছাবে। ভ্যাকসিন প্রস্তুত করতে সময় লাগে । ভ্যাকসিনের প্রথম শটগুলি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দেওয়া যেতে পারে।“ ২০২১ সালের এপ্রিল মাসে সাধারণ জনগণকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে, এবং আগামী বছর শেষ হওয়ার আগেই সমস্ত কানাডিয়ান জনগণকে ভ্যাকসিনের অনুমোদন প্রাপ্ত কয়েকটি ভ্যাকসিনের মাধ্যমে টিকা দেওয়া হবে।
এদিকে ৯ ডিসেম্বর বুধবার বিকেলে হাউস অফ কমন্সে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথম COVID-19 ভ্যাকসিন অনুমোদনের জন্য যারা কাজ করেছেন যেমন চিকিৎসক, গবেষক এবং বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে বলেন,” এটি একটি বিশাল ব্যাপার। “আমরা দেখব যে, ৩০ হাজার ভ্যাকসিন আগামী সপ্তাহে আসতে শুরু করবে, আরও অনেকগুলি পর্যায়ক্রমে আসবে। তবে আমাদের খুব কঠিন শীতকাল কাটাতে হবে এবং আমি জানি আমরা একসাথে কাজ করলে এর মোকাবেলা করতে পারবো।“
“স্বাস্থ্য কানাডা সিদ্ধান্ত নিয়েছে যে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন কানাডায় ব্যবহারের জন্য স্বাস্থ্য বিভাগের কঠোর সুরক্ষা, কার্যকারিতা এবং মানের প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে সক্ষম হয়েছে,” স্বাস্থ্য কানাডা এক বিবৃতিতে আরও তথ্যের প্রতিশ্রুতি দিয়ে বলেন যে সামনের সপ্তাহগুলিতে ক্লিনিকাল ট্রায়াল হবে। একটি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য কানাডার প্রধান চিকিত্সক উপদেষ্টা ড। সুপ্রিয়া শর্মা বলেন “COVID-19-এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ভ্যাকসিনের scientific experts কর্তৃক অনুমোদন এবং প্রতিটি কানাডিয়ানকে ভ্যাকসিন সরবরাহের উদ্যম ও কঠোর শ্রমলব্ধ প্রচেষ্টাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছেন ।”
৯ ডিসেম্বর এ রিপোর্ট লেখা পর্যন্ত কানাডায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রানত রোগীর সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৫ হাজার ছাড়িয়েছে । মাত্র এক সপ্তাহের মধ্যেই কানাডায় আক্রানত রোগীর সংখ্যা বেড়ে গেছে ৫৩ হাজার । এ পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২ হাজার ৯৮৩ জন এবং এ পর্যন্ত ক্যানাডায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫০ হাজারের অধিক মানুষ ।আজ একদিনেই কানাডায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৯৬ জন ।
সূত্র : CTV news, ৯ ডিসেম্বর বুধবার 2020
-এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন