ফিচার্ড শিক্ষাঙ্গন

ক্লাসরুমে ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের

chata-mathai-classroom

ফেনীর পরশুরামে কয়েক দিনের বৃষ্টিতে সরকারি পাইলট স্কুলের শ্রেণিকক্ষে টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এতে বাধ্য হয়েই ক্লাসরুমে ছাতা মাথায় দিয়ে ক্লাস ও অন্যান্য শ্রেণি কার্যক্রম চালাচ্ছে শিক্ষার্থীরা। যারা বাড়ি থেকে ছাতা নিয়ে আসেনি ক্লাসরুমে তাদের স্কুলব্যাগ ভিজে যায়। ক্লাসরুমে এ অবস্থার কারণে স্কুলে আসা কমিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

পরশুরাম সরকারি পাইলট স্কুলে একটিমাত্র নতুন ভবন রয়েছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের পুরোনো আধা-পাকা টিনশেডের কক্ষে পাঠদান করছেন শিক্ষকেরা। ওই ভবনে টিনের চাল ফুটো থাকায় বৃষ্টির পানি সরাসরি পড়ছে শ্রেণিকক্ষে। স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ বলেন, ‘বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১ হাজার শিক্ষার্থী রয়েছে। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষ নেই।

নতুন একটি ভবন থাকলেও ভবনের দ্বিতীয় তলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অফিস কক্ষ। নিচ তলায় শুধুমাত্র তিনটি শ্রেণিকক্ষ রয়েছে। বাধ্য হয়েই পুরোনো টিনশেড কক্ষে শিক্ষার্থীদের পাঠদান কাজ চালিয়ে নিতে হচ্ছে।

বই-খাতাসহ পোশাক ভিজে যাওয়ায় শিক্ষার্থীরা নিজেরাই বাড়ি থেকে ছাতা নিয়ে এসে ক্লাস করছে।’ স্কুলের একাধিক শিক্ষক জানান, বেশ কয়েক বছর ধরেই জরাজীর্ণ টিনশেড ভবনে পাঠদান করতে হচ্ছে। গ্রীষ্ম ও শীত মৌসুমে পাঠদান কার্যক্রম চললেও বর্ষা মৌসুমে বৃষ্টির পানি পড়ার কারণে শিক্ষার্থীদের ক্লাস করা সম্ভব হয় না।

স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের স্কুলের টিনশেড়ের ঘরের অবস্থা খুব খারাপ। সিলিংও ভাঙা, ফুটো চাল দিয়ে পানি পড়ে। এতে আমাদের ক্লাস করতে কষ্ট হয়।’ স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ বলেন, ‘বিষয়টি ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্যকে একাধিকবার অবহিত করা হয়েছে। পুরোনো টিনশেড সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু এখনো কোনো সাড়া পাইনি। তাই এই বৃষ্টির মধ্যে বাধ্য হয়েই পুরোনো টিনশেড ক্লাস নিতে হচ্ছে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। টিনশেড মেরামত করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। বর্ষা শুরুর আগেই পুরোনো টিন বদলে মেরামত করে দিলে শিক্ষার্থীদের ছাতা মাথায় দিয়ে শ্রেণিকক্ষে বসতে হতো না।’

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে খোঁজ নিতে বলেছি। একইসঙ্গে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’

সূত্রঃ মানবজমিন

এফএইচ/বিডি
সংবাদটি শেয়ার করুন