সাহিত্য ও কবিতা

খোকাদের আঞ্চলিক ঐক্য  || বিশ্বজিৎ মানিক

খোকাদের আঞ্চলিক ঐক্য
খোকাদের আঞ্চলিক ঐক্য  || বিশ্বজিৎ মানিক
————————————

খোকাদের আঞ্চলিক ঐক্য – তিন গ্রাম নিয়ে
একটি ওয়ার্ড হয় – গ্রামগুলো মিলিয়ে।

পাগুলিয়া, গন্ধর্বপুর – লামা জগন্নাথপুর
গ্রাম তিনটি পাশাপাশি – নহে তাহা দূর।

মহাসড়ক থেকেই গ্রামের – মাথা হলো শুরু
একই পথে চলাচল – তিন গ্রামের  পুরো।

তিন নম্বর ওয়ার্ডের মধ্যে – এই তিনটি গ্রাম
মিলেমিশে করে সবে – জীবনের সংগ্রাম।

কেহ কেহ কৃষক আর – কেহ হলো শ্রমিক
সরকারি চাকুরে আছেন – গোটা চল্লিশেক।

প্রবাসীদের সংখ্যাও কিন্তু – কম নয় এখানে
শতাধিক হবে তাহে – দেখা যাবে গুনে।

ব্যবসায়ী আছেন গ্রামে – বেশ কয়েকজন
ব্যবহারের দিক থেকে – প্রত্যেকেই আপন।

ডাক্তার, উকিল সহ পেশাজীবীগণ
আঞ্চলিক স্বার্থ তারা – দেখেন প্রথম।

ভালোবাসার মাঝে তাই – করে সবে বাস
ছোট বড়, কাউকে কেউ – করেনা উপহাস।

কৃষকেরা মাঠে ফলায় – সোনার ফসল
বিপদে আপদে থাকে – উপস্থিত সকল।

দিবানিশি কাজ করে – শ্রমিকেরা মিলে
উন্নয়নে অবদান রাখে – তিলে তিলে।

পেশাজীবি, চাকরিজীবী’র – কাজে যায় দিন
কর্মক্ষেত্রে যেতেই হয় – তাদের প্রতিদিন।

প্রবাসীদের রেমিট্যান্সে – দেশ হলো স্বনির্ভর
সকলের পরিবার’ই স্বচ্ছল – আত্মনির্ভর।

দূর্যোগের কালে তারা – সাহায্যের হাত বাড়ায়
অভাব থাকেনা তখন – পাড়ায় পাড়ায়।

তিন গ্রামের মানুষ সবে – মিলেমিশে থাকে
শ্রদ্ধা ও সম্মান জানায় – যখন যাকে দেখে।

সাম্প্রদায়িক দাঙ্গা ফ্যাসাদ – হয় না এখানে
হিন্দু মুসলিম মিলে সবাই – চলে সমানে।

আচার বিচার, সবই এক – পঞ্চায়েতে হয়
এক সাথে চলে সবে – কেহ পর নয়।

তাহার অঞ্চল নিয়ে – গর্বিত খোকা
আঞ্চলিক ঐক্যে যেন না হয় কোন ধোঁকা।

১৮/০৫/২০২০ খ্রিস্টাব্দ।

সংবাদটি শেয়ার করুন