সাহিত্য ও কবিতা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ||||পুলক বড়ুয়া

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ||||পুলক বড়ুয়া

বাংলার আসমান সাক্ষী
বাংলার অম্লজান সাক্ষী

বাংলার সোনারোদ সাক্ষী
বাংলার জোছনা সাক্ষী
বাংলার কাদামাটি সাক্ষী
বাংলার কুসুম সাক্ষী
৩০ লক্ষ শহিদের আত্মা সাক্ষ্য দেবে
দু’লক্ষ মা-বোনের সম্ভ্রম, কোটি উদ্বাস্তু সাক্ষ্য দেবে
বেয়নেটের খোঁচায় বিক্ষত, বাংলার বিধ্বস্ত মানচিত্র, বিপন্ন নিসর্গ, বিষন্ন ষড়ঋতু সাক্ষ্য দেবে
যুগে যুগে দৈবদুর্বিপাকে, যুগান্তরের ঘূর্ণিপাকে পোড় খাওয়া খাঁটি সোনা, মুক্তিযুদ্ধে দগ্ধ
বুলেটবিদ্ধ এই গাঙ্গেয় বদ্বীপ সাক্ষী
যতদূর দৃষ্টি যায় ছাপ্পান্ন হাজার বর্গমাইল সাক্ষী
সাক্ষী একাত্তরের গুলিবিদ্ধ, লেলিহান জ্বলে ওঠা অগ্নিগিরি, জ্বালামুখ, জেগে ওঠা বাংলাদেশ

মৌন মূক নয় আবহমান বাংলা ও বাঙালি
দ্রোহ ও দ্বৈরথে মুখর হাজার বছরের মানচিত্র
বঙ্গোপসাগর ফুঁসে ওঠা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।


সংবাদটি শেয়ার করুন