কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে
গাছ পড়ে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেন আজ শনিবার ভোর ৫টার দিকে বনের ভেতরে লাইনচ্যুত হয়েছে। উদ্যানের ভেতরে গাছ ভেঙে রেললাইনের ওপর পড়লে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ভোরের প্রবল ঝড়ে টিলা ধসে গাছ ভেঙে পড়ে রেললাইনের ওপর। এতে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
ভানুগাছ রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া বনে গাছ ভেঙে পড়ে রেললাইনের ওপর। ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে ইঞ্জিন বগি ও দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী দল আসছে বলে তিনি জানান।
শমশেরনগরের সহকারী স্টেশনমাস্টার উত্তম দেব বলেন, এর ফলে সকালের ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের এই স্টেশনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।