ফিচার্ড সাহিত্য ও কবিতা

গাছ প্রিয়রা ।।। শীতল চট্টোপাধ্যায়

গাছ প্রিয়রা ।।। শীতল চট্টোপাধ্যায়

( বিশ্ব পরিবেশ দিবস ভেবে )

ছোটবেলার আগেও যখন
ছিল আমার শিশুবেলা ,
দুই চোখেতে ছোঁয়া দিয়ে
আমাতে গাছ করত খেলা ৷
না বোঝায় সেই চেয়ে থাকা
গাছের পাতার ওটাই ডাকা ,
বুঝিনি গাছ সবুজ রক্ত
আমার রক্তে হচ্ছে মাখা ৷
টলমলানো পায়ে যখন
হাঁটছি আমি এক পা – দু’পা ,
এক পায়ে গাছ দাঁড়ানোটা
চেনায় তখন আমারই মা ৷
হাঁটতে -হাঁটতে পড়ে গেলে
গাছও আহায় উঠত নড়ে ,
গাছের পাশেই বড় হোলাম
প্রাণে গাছের প্রাণকে গড়ে ৷
সবুজ গাছরা বন্ধু যত
নামে -নামে সবাই চেনা ,
আমার চলার পাশে ওরা
ঘিরে থাকে , কেউ সরেনা ৷
প্রতিদিনই গাছের মধ্যে
মন বোঝে সে গাছেতে যায় ,
মনই বোঝে কখন পাতা
কাছে ডাকে আয় কাছে আয় ৷
ফুল চিনেছি , ফল চিনেছি
কে ,কে , তারা কেমন গুনী ,
গাছের পাতা ছায়ায় বসে
সবুজ স্বপ্ন , গল্প শুনি ৷
ঘুমের আদর মাখায় ছায়া
ঘুম পাড়ানী গানও সে গায় ,
বুঝি মানুষ বাঁচানোটা
বন্ধু গাছরা নিয়েছে দায় ৷
পাতা ঠোঁটেই গাছের কথা
মাটির মাথায় গাছই ছাতা ,
চাঁদটা উঠেই গাছের ডালে
হাত রাখে তার ছুঁয়ে পাতা ৷
আমি তখন আমার বন্ধু
গাছের দিকে তাকিয়ে থাকি ,
পাতা গড়ান চাঁদের আলো
দেয় আমাকে , আমি মাখি ৷
আমার বন্ধু – গাছ প্রিয়রা
যায়নি কোথাও আমায় ছেড়ে ,
যেখানে যাই , যেথায় থাকি
চোখকে ডাকে পাতা নেড়ে ৷
একার সাথে প্রিয়তময়
দেয় পাতা সে চুমু  বুকে ,
সবুজ প্রেমের স্পর্শ – ছোঁয়া
আমার সকল সুখে – দুখে ৷

ঠিকানা – জগদ্দল , উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন