চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা
বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেটসহ পাঁচটি বিভাগে প্রবল বজ্রপাতসহ অতি ভারী বর্ষণ হতে পারে; ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্ককরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের প্রবল বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কবাণীতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শনিবার (১৮ জুন) বিকাল ৫টা থেকে আজ রবিবার (১৯ জুন) বিকাল ৫টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজ্রপাতসহ ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার অধিক) বর্ষণ হতে পারে।
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভমিধসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ৮৯ মিলিমিটার বা তার অধিক বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ বলা হয়।
এফআই/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান