অক্ষর-ছবি |||| সুমিত মোদক দেওয়াল জুড়ে শব্দ গুলো ডানা মেলে দিলে বিবেকের ঘুম ভেঙে যায় ; জোনাকি-আলো জ্বলে ওঠে … তখনই বোধের ভিতর জাগে সুর , রাগ বিভাবরী ; একের পর এক দেওয়াল জুড়ে জন্ম নিচ্ছে অক্ষর-ছবি ; মা ঘুমের ঘোরে কি যেন বলছে ; আজকাল দেখি মেয়েও কি যেন বলে ; হয়তো অক্ষর-ছবি […]
প্রকৃতির লীলাভূমি | বিশ্বজিৎ মানিক প্রকৃতির লীলাভূমি – আমাদের জেলা ভ্রমণ বিলাসে কেউ – করেনা যে হেলা দূর থেকে জেনে নেয় – কোথা আছে ভেন্যু ফুল নিয়ে করে খেলা – মাখে গায়ে রেণু। পাহাড়ের ঝোপঝাড়ে – আছে কতো প্রাণী দেখে যেতে এসে বলে – দিয়ে হাতছানি অতিথি পাখির মেলা – বসে শীতকালে সুমধুর গান করে […]
একগুচ্ছ কবিতা ।।।। আব্দুস সাত্তার বিশ্বাস বসন্ত উৎসব আজ বসন্ত উৎসব আজ আমরা রাজা হব আজ আমাদের রাজা হবার দিন রাজ মুকুট আমাদের চাইনা রাজ মুকুট, রাজত্ব ছাড়াই আমরা রাজা হব জীবনে দারিদ্র্য আছে থাক সংসারে অনটন আছে থাক বছরে একটা মাত্র দিন তো আজ আমরা রাজা হব আজ আমাদের রাজা হবার দিন ————- পার্থক্য […]