অবিশ্বাস্য হলেও সত্য

চুরি করা গান, গেয়ে নিজের বলে চালিয়ে দিলেন নোবেল !

নোবেল

এবার গান চুরির অভিযোগে পাওয়া গেল সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’ দিয়ে জনপ্রিয়তা পাওয়া নোবেল এর বিরুদ্ধে।

গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে ‘দেশ’ শিরোনামের একটি গান প্রকাশ করেন নোবেল। যেখানে গানটির কথা ও সুর নিজের বলে দাবি করেন তিনি।

কিন্তু এই গানকে চুরি করা আখ্যা দিয়ে নোবেলের বিরুদ্ধে অভিযোগ তোলে  ব্যান্ডদল ‘অ্যাবাউট ডার্ক।’ ফেসবুকে ব্যান্ডদলটির গিটারিস্ট ও গানটির লেখক নাসির অভিযোগ তোলার পর। তাকে পাত্তাই দিচ্ছিলেন না নোবেল। কমেন্ট ব্যান করে তার অ্যাকাউন্টকে ব্যান করে নোবেলের পেইজ। পরে নিরুপায় হয়ে ফেসবুক পেজ ও ইউটিউব থেকে গানটি সরিয়ে ফেলেন নোবেল।

নোবেলের বিরুদ্ধে গান চুরির অভিযোগ প্রসঙ্গে ‘অ্যাবাউট ডার্ক’ ব্যান্ডদলের গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য এরফান আহমেদ পূর্ণ কালের কণ্ঠকে বলেন,  ‘সম্প্রতি নোবেল যে গানটি নিজের বলে প্রকাশ করেছিলো গানটি ২০০৫ সালে নাসির উল্লাহ ভাইয়ের লেখা। ২০১৬ সালে গানটিতে দুইটি লাইন সংযোজন করে নোবেল। তাকে দল থেকে বের করে দেওয়ার পর আমরা নোবেলের ওই দুই লাইন বাদ দিয়ে গানটি নতুন করে ‘তুমি’ শিরোনামে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছি।’
পূর্ণ বলেন, ‘এক বছর আগেও নোবেল এই গানটি নিজের দাবি করে প্রকাশ করেছিল। তবে আলোচনার মুখে সে সময়ও গানটি সরিয়ে নিতে বাধ্য হয় সে। আর এবার যে গানটি নোবেল প্রকাশ করেছে সেটা আমাদের গান প্রকাশের আগে প্রাকটিস করা গানের রেকর্ড ভার্সনটা।’

নোবেল পূর্বেও এই গান নিয়ে ক্ষমা চেয়েছিলেন। 

পূর্ণ বলেন, আমাদের দলের বিভিন্ন যন্ত্রপাতি চুরির অভিযোগে তাকে ব্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছিল।

এসব অভিযোগের বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় নোবেলের সাথে কিন্তু তার নম্বর বন্ধ পাওয়া যায়। ব্যান্ডদলের সব সময়ের খোলা থাকা নম্বরটিও বন্ধ ছিল প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত।

এই ‘তুমি’ গানটি ‘দেশ’ নামে ছেড়েছেন। পরে সরিয়ে ফেলেন নোবেল। নোবেলের এই কাণ্ড ভক্তদের হতাশ করেছে।

আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়ে শুটিং ফ্লোরে পড়ে গেলেন অভিনেত্রী

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =