অবিশ্বাস্য হলেও সত্য ফিচার্ড

চুল কাটতে বলায় শিক্ষককে খুন করেছে দুই ছাত্র

খুন

চুল কাটতে বলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকে খুন করেছে দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের হিসার শহরের বাস বাদশাহপুর গ্রামে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়েছে, নিহত ওই শিক্ষকের নাম জাগবির সিং (৫০)। তিনি কার্টার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার সকালে তাকে একাধিকবার ছুরিকাঘাত করে ওই দুই ছাত্র। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে মর্মান্তিক ওই ঘটনায় বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কাকতালীয়ভাবে শিক্ষকদের সম্মান প্রদর্শনের জন্য গুরু পূর্ণিমা হিসেবে পালিত হওয়া দিনে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। তবে অভিযুক্তদের এখনও পর্যন্ত আটক করা হয়নি।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা অমিত ইয়াশবর্ধন বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জাগবির সিং ওই দুই ছাত্রকে চুল কাটা, সঠিকভাবে পোষাক পরা ও বিদ্যালয়ের নিয়ম নীতি মেনে চলার নির্দেশ দেন। এতেই ক্ষুব্ধ হয় তারা। এর পরিপ্রেক্ষিতে শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা জাগবির সিংকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে পুলিশ কর্মকর্তা ইয়াশবর্ধন বলেছেন, অভিযুক্ত দুই ছাত্র নাবালক এবং তাদেরকে এখনও পুলিশি হেফাজতে নেয়া হয়নি।

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন