অবিশ্বাস্য হলেও সত্য

ছোপ ছোপ তাজা রক্ত বেরোচ্ছে বরফ থেকে !

ছোপ ছোপ তাজা রক্ত বেরোচ্ছে বরফ থেকে !

ছোপ ছোপ তাজা রক্ত বেরোচ্ছে বরফ থেকে !

অবাক হলেও  সত্যি! ছোপ ছোপ তাজা রক্ত বেরোচ্ছে বরফ থেকে ! এই পৃথিবীতে রোজ কত বিচিত্র ঘটনা ঘটে। আমরা আর কতটুকু বা খবর রাখি।শুনতে আশ্চর্য মনে হলেও সত্যি ঘটেছে এমন ঘটনা। এমনই এক ভয়ঙ্কর ছবি শেয়ার করেছেন ইউক্রেনের বিজ্ঞানীরা।

ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রকের ফেসবুক পেজে এই ছবি শেয়ার করা হয়েছে। অ্যান্টার্কটিকার উত্তরের অংশে দেখা গেছে, ছোপ ছোপ তাজা রক্তমাখা বরফ। যাকে ‘ব্লাড স্নো’ বলে চিহ্নিত করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে এ ধরনের বরফ দেখা যাচ্ছে অ্যান্টার্কটিকার গ্যালিন্ডেজ আইল্যান্ডে।

তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। এটি আসলে এক প্রাকৃতিক কারণেই হয়েছে। ‘ক্ল্যামাইডোমোনাস নিভালিস’ নামে এক ধরনের শ্যাওলার জন্যই বরফে এই লাল রঙ দেখা যাচ্ছে ।

 

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ     
কানাডার সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 10 =