ফিচার্ড সাহিত্য ও কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়-এর কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়-এর কবিতা

দিন
জয়িতা চট্টোপাধ্যায়
একটা একটা দিন চলে যায়, আবার দিন আসে
হাজার হাজার দিন খেয়ে ফেলি,
বৃষ্টির দিন বৃষ্টি নিয়ে দাঁড়ায় আসে পাশে
মেঘলা দিন আসে অধীর প্রতীক্ষা নিয়ে
কুয়াশায় ঘিরে ফ্যালে দিন
 কত অপমান চলে যায় মাথার ভেতর দিয়ে
দিন আসে খালি পেটে
আবির চলে যায় ঘামে ভেজা দিন
নীল পাহাড়ের ওপর থেকে আসে
সবুজ বন একলা থাকার সিন
কত দিন ভেসে যায় সাদা নৌকার জলে
আয়নায় বড় হয় দিন সূর্যের অস্তাচলে
 দিন আসে রোদে পোড়া আগুনেতে জ্বলা
থেকে যায় চলে যায়, নীরবতা নিয়ে কোলাহলে ভরা,
ঝলমলে দিন আসে আমার দখিনের জানলায়,
কি জানি রোজ কি ভাবে দিন আসে আবার চলে যায়।।

দিনযাপন
তোমার বুক নিবিড় খুব
আমার ভেতর বিজ্ঞাপন
তোমার জন্য অতল ডুব
নিঃস্ব আমার দিনযাপন

তোমার বুক উজান বায়
আমার বুক রাস্তা ঘাট
তোমার তরী একলা যায়
তীরে বসে কাটছে রাত

তোমার প্রেম সমার্থক
আমি আজও সন্ধানী
তোমার গল্প হারায় শ্লোক
পদ্য জোড়া হয়রানি

তোমার চোখে অপার ন্যায়
আমার চোখ বিচার চায়
হৃদয় মানে অপব্যায়ে
দাঁড়িয়ে থাকা একলা ঠায়

তোমায় চাই তপস্যায়
হঠাৎ করে ঘনায় মেঘ
বুকের পাঁজর হারিয়ে যায়
দূরের কোনো আশ্রমে

তোমার শোক শূন্য ঠিক
আমার শোক সঙ্গোপন
তোমার থাক চতুর্দিক
আমার একলা দিনযাপন।।

একটা দিল
আমার তো রোজ মনে হয়, যারা আমার একটা কবিতাও শোনেনি তারাই আপ্রাণ চিৎকার করে ডাকছে আমাকে, আমি সাড়া দিতে চাই, আমার ঘড়ি আজ শেষ কাঁটায় দাঁড়িয়ে, আমি অনুবাদ করতে চাই ফুলগুলোকে, কিন্তু মুখে লেগে থাকে অর্ধেক চুপ
বাকি অর্ধেকটা পাপ পূণ্যের লড়াইয়ে মেতেছে
আজ আর নিজের ভেতর ঢেউ খুঁজে পাই না আমি
তুমি এসে দাঁড়ালেই দৃষ্টি থেকে সরে যায় চোখ
হাঁসিটুকু আঁজলা  ভরে মেখে নিই সারা শরীরে
যেমন মরা বাচ্চার মায়ের কান্না আছড়ে পড়ে
তোমার অনুপস্থিতিতে গলা হয়ে আসে নীল
কত প্রেমিকার জীবন আর মৃত্যুর ভেতর জেগে থাকে আমার একটা দিল।।

প্রার্থনা

এ পৃথিবীর সমস্ত প্রেমিকা সুখে থাক ঘর ছেড়ে যারা নেমেছে পথে,

অনন্ত কাল ছুটছে যারা ফুলের কাছে

এ পৃথিবী জানুক তাদের অনেকে দেনা আছে

রোদের মতন বোধের কাছে এ পৃথিবী করুক সমর্পণ

এ পৃথিবীর প্রেমিকারা পাক প্রেমের নিমন্ত্রণ

মুছতে থাকুক রুদ্ধ আকাশ একলা একা ঘর

এ পৃথিবী কাছেই থাকুক ওদের পরস্পর

প্রেমিক আসুক ওদের কাছে দহন দিনের শেষে

জড়িয়ে নিক ওদের আবার অমোঘ ভালোবেসে।।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন