জর্দানে থাকা অবৈধ বাংলাদেশি প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। জর্দান সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুন, ২০২১ সালের আগ পর্যন্ত যারা অবৈধ হয়েছেন, শুধুমাত্র তারা আগামী ১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাবেন।
জর্দানের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, অবৈধভাবে অবস্থানকালীন সব জরিমানা ও ফি পরিশোধ সাপেক্ষে বৈধতা অর্জন করা যাবে। তবে যারা জর্দান সরকারের রেকর্ড অনুযায়ী কোনো সামাজিক অপরাধে অপরাধী হিসেবে অভিযুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না বলে জানানো হয়।
এটি কোনো সাধারণ ক্ষমা নয় বরং উল্লিখিত সময়ের মধ্যে জর্দানে থাকা অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধতা গ্রহণের সুযোগ, যা অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী সহ সব বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য।
সূত্রঃ আজকালের খবর
এফএইচ/বিডি
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান