পদত্যাগের করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশটির জাতীয় টিভি চ্যানেল এনএইচকে জানিয়েছে, তার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে, এমন গুঞ্জনের মধ্যে পদত্যাগ করতে চলেছেন তিনি। স্থানীয় সময় বিকেল ৫টায় এ বিষয়ে গণমাধ্যমের সামনে ঘোষণা দেওয়ার কথা রয়েছে তার।
আবের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, নিজের শারীরিক পরিস্থিতির জন্য পদত্যাগের পরিকল্পনা করছেন আবে। গত দুই সপ্তাহে দুই বার হাসপাতালে গেছেন তিনি। এতে দেশজুড়ে গুঞ্জন সৃষ্টি হয় যে, তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। দীর্ঘদীন ধরে আলসারেটিভ কোলাইটিস রোগে আক্রান্ত তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেডিক্যাল ইস্যুর জন্য ক্ষমতা থেকে সরে যাচ্ছেন আবে। এর আগে ২০০৭ সালে, ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় ওই রোগের জন্য পদত্যাগ করেছিলেন তিনি।
২০১২ সালে নিরঙ্কুশ জয়ের পর ফের ক্ষমতায় ফিরে আসেন তিনি। এরপর থেকে সাত বছর ধরে ক্ষমতায় আছেন আবে। গত সপ্তাহে জাপানের ইতিহাসে সবচেয়ে বেশিদিন একটানা ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর খেতাব পেয়েছেন তিনি। পদত্যাগ না করলে আরো এক বছর ক্ষমতায় থাকতে পারতেন। তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে।
এদিকে, আবের পদত্যাগের খবর প্রকাশের পরপরই তার উত্তরসূরী কে হবে তা নিয়ে সরব হয়ে উঠেছে জাপানের রাজনৈতিক মহল। তিনি পদত্যাগ করলে তার জায়গায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। তবে ওই প্রধানমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকতে পারবেন তার কোনো ধরাবাঁধা মেয়াদ নেই। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন আবের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী তারো আসো। তার পরেই রয়েছে মন্ত্রিপরিষদ বিষয়ক সচিব ইয়োশিহিদে সুগা।
সূত্রঃ মানবজমিন
বাঅ/এ্মএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন