জেগে উঠো |||| বিশ্বজিৎ মানিক
হে তরুণ, নিদ্রিত কেন? – জেগে উঠো তুমি
তোমার পূর্বসূরি করেছিলো জানো – মুক্ত স্বদেশ ভুমি?
আয়েশে যাদের ছিল অনিহা – করেছিলো তুচ্ছজ্ঞান
ত্যাগের মহিমায় এসেছিলো ফিরে – স্বদেশের সম্মান।
আজ তুমি স্বাধীন – কথা বলো জোরে
খুলে দিলো যে কণ্ঠটি তোমার – সে কি সমাদরে?
আজ ভাবো একবার – রতনের রাজি
কারা গড়েছিল ইতিহাস – ধরে জীবনের বাজি?
ওহে তরুণ, ওরে আমার কিশোর – জেগে উঠো আবার
তোমার আলস্যে জাগ্রত খল – অর্জন করে দেবে সাবার।
বজ্রের হুংকার তোমাকেই সাজে – পারবেই তুমি তাহা দিতে
কুণ্ঠিত হবেনা, বলবান তুমি – প্রতিকূল হিমবাহ শীতে।
ওহে যুবক, নেতা হও তুমি – ঝাণ্ডাটি ধরে রাখো সোজা
আমরা যারা, ভারী হয়ে গেছি – হয়ে গেছি বয়সের বোঝা
অবসর দাও, নিশ্বাস ফেলি – করি আজ বিশ্রাম
প্রয়োজন হলে ডেকে নিও বাবা – উপযোগে দিও কিছু দাম।
জাগো, জেগে উঠো তোমরা – তরুণ কিশোর যুবক
তোমাদের জাগরণে জেগে উঠে যাবে – আছে যতো সুপ্ত পোষক
রক্তের ঋণ বহু বেড়ে গেছে – করতেই হবে পরিশোধ
প্রয়োজনে তোমরা পারবেই নিতে – ঘাতকের প্রতিশোধ।
১৪/০২/২০২১ খ্রিস্টাব্দ।