কানাডার সংবাদ

টরন্টোতে আবাকান কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

টরন্টোতে আবাকান কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

টরন্টোতে আবাকান কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কানাডায় বাংলাদেশের কৃষিবিদদের সংগঠন আবাকান (Association of Bangladeshi Agriculturists in Canada)কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।এ উপলক্ষে ২১ তারিখ রাত ১২.০১ মিনিটে সংগঠনের পক্ষ থেকে টরন্টোর বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্থ এলাকায় অস্থায়ী নির্মিত শহীদ মিনারে পুস্তার্বক প্রদান ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পুস্তার্বক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ গোলাম মোস্তফা, কৃষিবিদ এ কে এম গোলাম কিবরিয়া, কৃষিবিদ সামসুযুহা, কৃষিবিদ প্রনব পোদ্দার, কৃষিবিদ  কামাল মস্তফা হিমু, ও কৃষিবিদ ডঃ মোঃ জিয়াউল হক । এরপর ২১-এর গুরুত্ব আরোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয় I

হিমাঙ্কের নীচের (-১৫সে:) কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে শহীদ দের সন্মানার্থে অনুষ্ঠানে উপস্থিত  হবার জন্য কৃষিবিদ জনাব মোঃ গোলাম মোস্তফা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান I এটা প্রবাসে থেকেও মাতৃভাষা ও মাতৃভূমির টানের বহিঃ প্রকাশ ।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ                                 

কানাডার সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 3 =