ইঁদুরের কামড়ে জ্ঞান হারালেন মন্ত্রী! ইঁদুরের কামড়ে জ্ঞান হারালেন মন্ত্রী। ভর্তি করানো হলো হাসপাতালে। সোমবার সকালে ভারতের উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য চারদিকে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী গিরিশচন্দ্র যাদব সোমবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনার সময় উত্তরপ্রদেশের বান্দা জেলায় সফররত ছিলেন […]
ফ্রান্সিসকো লেনটিনি। বিশেষভাবে সক্ষম নয়, বিশেষ জনপ্রিয়তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ‘প্রতিবন্ধী’ শব্দটা তাঁর ক্ষেত্রে বেমানান। সব অবহেলাকে ছাপিয়ে খ্যাতির শীর্ষে উঠে গিয়েছেন তিন পা ও দুই যৌনাঙ্গ বিশিষ্ট ব্যাক্তি ফ্রান্সিসকো লেনটিনি। ১৮৮৯ সালে ইতালির সিরোকুসা প্রদেশের রোসোলিনিতে তিনটি পা, দুটি যৌনাঙ্গ নিয়ে জন্মেছিলেন ফ্রাঙ্ক। মাতৃগর্ভে ছিল যমজ ভ্রূণ। তবে জন্মের সময় দুই দেহ সম্পূর্ণ আলাদা […]
আজব প্রেম! প্রেমিকার প্রতি আনুগত্য দেখাতে নিজের গোপনাঙ্গে তালা লাগালেন যুবক কথায় আছে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। ভালবাসলে মানুয কত কিছুই না করে থাকেন। প্রিয়জনকে খুশি করতে দরকার হলে আকাশের চাঁদ পর্যন্ত এনে দেওয়ার চেষ্টায় থাকেন। প্রেমে পড়লে মানুষ এমন অনেক কান্ড ঘটিয়ে ফেলেন যে তা অনেক সময় স্বাভাবিকত্বের সীমা অতিক্রম করে যায়। কিন্তু তাই […]