পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৩ রানে। বাংলাদেশের ৭ উইকেটে ১৩১ রানের জবাবে অস্ট্রেলিয়া ১০৮ রানে শেষ হয়ে যায়।
ম্যাচের সেরা হন নাসুম আহমেদ। চার ওভার বল করে ১৯ রান দিয়ে চার উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার।
পরের ম্যাচে বাংলাদেশ জেতে ৫ উইকেটে। অস্ট্রেলিয়ার ৭ উইকেটে ১২১ রান আট বল বাকি থাকতে তুলে নেয় বাংলদেশ। ৩৭ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা আফিফ হোসেন।
তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে জেতে। তাদের ৯ উইকেটে ১২৭ রানের জবাবে অসিরা ১১৭ রানের বেশি করতে পারেনি। ৫২ রান করে ম্যাচের সেরা বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লা।
২০০০ সালে টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলার পর বাংলাদেশকে প্রথম টেস্ট এবং সিরিজ জিততে অপেক্ষা করতে হয় পাঁচ বছর।
৩৪টি টেস্ট খেলার পর বাংলাদেশ প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবোয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ চট্টগ্রামে প্রথম টেস্টে জেতে।
প্রথমে বাংলাদেশ ৪৮৮ রান তোলে। হাবিবুল বাশার (৯৪), রাজিন সালে (৮৯), মহম্মদ রফিক (৬৯), নাফিস ইকবাল (৫৬) অর্ধশতরান করেন।
এরপর মহম্মদ রফিক (৫/৬৫) এবং মাশরাফে মোর্তাজার (৩/৫৯) বোলিংয়ে জিম্বাবোয়ে ৩১২ রানে শেষ হয়ে যায়।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২০৪ রান তুলে ছেড়ে দেয়। বাশার (৫৫) ফের সফল হন।
৩৮১ রানের লক্ষ্য নিয়ে জিম্বাবোয়ের ইনিংস শেষ হয়ে যায় ১৫৪ রানে। এনামুল হক জুনিয়র এই ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।
১৯৮৬ সালে একদিনের ক্রিকেট খেলতে শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিততে তাদের অপেক্ষা করতে হয় ১২ বছর। প্রথম সিরিজ জেতে তারা আরও পরে ২০০৫ সালে।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় কেনিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে। কেনিয়ার ২৩৬ রান ৪ উইকেট হরিয়ে তুলে নেয় বাংলাদেশ। মহম্মদ রফিক ৩ উইকেট নেন, ৭৭ রান করেন।
একদিনের সিরিজে বাংলাদেশের প্রথম জয় ২০০৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে সেই সিরিজে ৩-২ ফলে জেতে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে জয়ের স্বাদ পেতে অপেক্ষাই করতে হয়নি। ২০০৬ সালে জিম্বাবোয়েকে প্রথম ম্যাচেই তারা হারায়। ১৯.৫ ওভারে ১৬৬ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়। মাশরাফে মোর্তাজা ঝোড়ো ৩৫ রান করেন। জিম্বাবোয়ে ৯ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি। আব্দুর রজ্জাক ১৭ রানে ৩ উইকেট নেন।
-আনন্দবাজার ( Bangladesh Cricket: টি২০ সিরিজে এই প্রথম অজি-বধ! বাংলাদেশের ক্রিকেট সাফল্যের আরও কিছু মাইলস্টোন )
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান