বিনোদন

‘টুগেদারনেস’ বার্তা নিয়ে এলো ফেসবুক

‘টুগেদারনেস’ বার্তা নিয়ে এলো ফেসবুক

ভারত যখন সহিংসতায় উত্তাল, ‘টুগেদারনেস’ বার্তা নিয়ে এলো ফেসবুক

‘টুগেদারনেস’ বার্তা নিয়ে এলো ফেসবুক দিল্লিতে চলমান সহিংসতার মধ্যেও আসন্ন হলি উৎসবকে ঘিরে প্রথমবারের মত ‘মোর টুগেদার’ শিরোনামে ক্যাম্পেইন শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ভারতে প্রথমবারের মত শুরু হয়েছে এই হলি ক্যাম্পেইন।

মানুষ একার তুলনায় একসাথে বেশি কাজ করতে পারে এই বিশ্বাস নিয়ে ফেইসবুক শুরু করেছে ‘মোর টুগেদার’ ক্যাম্পেইন। উৎসবের রঙে মানুষের মধ্যের সুন্দর সম্পর্ক নিয়ে বিভিন্ন স্টোরি শেয়ার করা হচ্ছে ফেসবুকে। প্রথমবারের মত এই ক্যাম্পেইনে দোলযাত্রা উৎসবকে ঘিরে গোটা ভারতের চিত্র উপস্থাপন করা হবে ফেইসবুক।

এরই মধ্যে হলিকে থিম ঠিক করে চাক দে নামে  প্রথম টিভিসি প্রচারিত হয়েছে ফেসবুকে। উৎসবের রঙ সবার মধ্যে ছড়িয়ে পড়ছে, সেই বিষয়টি তুলে ধরা হচ্ছে ফেসবুক। আগামী কয়েক সপ্তাহ চলবে ‘মোর টুগেদার’ নামের এই ক্যাম্পেইন উৎসব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − one =