খেলা

১ বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিক

 

করোনাভাইরাস আক্রমণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক এর নতুন সূচি ঘোষিত হয়েছে। এই বছরের ২৪ জুলাইয়ে দেখা যাবে না অলিম্পিকের উদ্বোধন। সোমবার জানিয়ে দেওয়া হল টোকিও অলিম্পিকের নতুন তারিখ।

নির্দিষ্ট তারিখ থেকে এক বছর পরে শুরু হবে টোকিও অলিম্পিক। ২০২১ সালের টোকিও অলিম্পিক শুরু হবে ২৩ জুলাই এবং শেষ হবে ৮ আগস্ট। সব কিছু ঠিকঠাক চললে যে অলিম্পিক শেষ হত এই বছরের ৯ আগস্ট। ২০২১ সালে হলেও অলিম্পিকের নাম থাকবে ‘টোকিও ২০২০ অলিম্পিক’।

এ দিন বিশেষ বোর্ড মিটিংয়ের পরে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এই বছরের ২৫ আগস্ট থেকে যে প্যারালিম্পিক হওয়ার কথা ছিল, তা হবে ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে।

 

করোনায় কি বাতিলই হচ্ছে এবারের আইপিএল?

IPL

করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। করোনাভাইরাসের থাবায় পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে বাতিলের সম্ভাবনায় এবারের আইপিএল।

যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও ঘোষণা করা হয়নি। সরকার ও ক্রীড়ামন্ত্রী ভিসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই ভারতীয় ত্রিকেট বোর্ড আইপিএল নিয়ে আনুষ্ঠনিক ঘোষণা দিবে বলে জানা গেছে।

১৫ এপ্রিল পর্যন্ত ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। এরপরেও যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই এখন পর্যন্ত। ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। এ রকম অবস্থায় আইপিএল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল বোর্ড। সেই সময়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আশা করেছিলেন, ছোট করে হবে এবারের আইপিএল। ১৪ মার্চের পর দু’সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়েছে।

 

দুস্থদের সাহায্যার্থে এগিয়ে এলেন নেইমার

neimar-jr

করোনাভাইরাসের কারণে ভালো অবস্থানে নেই ব্রাজিলের আর্থিক অবস্থা। ফলে দিনমজুরদের পক্ষে খাবারের সংস্থান করাই কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় একটি ক্যাম্পেন শুরু করেন ব্রাজিলের জনপ্রিয় অভিনেতা লুসিয়ানো হাক। নিজে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি বাকি সেলিব্রিটিদেরও এগিয়ে এসে অনুরোধ করেন আর্থিক সাহায্য করার।

এরপরেই সার্ফিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েন মেদিনা এবং নেইমার এগিয়ে আসেন। উদ্দেশ্য, সরাসরি বা চ্যারিটি সংস্থার মাধ্যমে গরিব মানুষদের মুখে খাবার এবং হাতে টাকা তুলে দেওয়া।

সূত্রঃ বিডি প্রতিদিন

 

বাঅ/এমএ



 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 4 =