ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করছে ইরান ! জানাযায়, নেদারল্যান্ডের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আল কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক আদালতে নিতে চায় ইরান।
ইরানের বিচারিক ব্যবস্থার মুখপাত্র গোলাম হোসেইন ইসমাই’র বরাতে এই তথ্য জানিয়েছে আন্তজার্তিক সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার ও ডেইলি মেইল।
গোলাম হোসেইন ইসমাই’র জানান, যুক্তরাষ্ট্র যা করেছে তা ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা। তিনি আরও জানান, কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরান, ইরাক ও হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলেইমানিকে হত্যা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সে কারণেই ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে চায় তেহরান ফলেই ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করছে ইরান । এদিকে ইরান যদি আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে মামলা করে তবে তা হবে ওয়াশিংটনের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
আরও পড়ুনঃ বাবার সহায়তায় কিশোরীকে ধর্ষণ!
আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় নিহত হলেন আমেরিকা প্রবাসী
আরও পড়ুনঃ বিল গেটসের ব্লগে সমীর-সেঁজুতি
আরও পড়ুনঃ সৌদি আরবে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বাংলাদেশি তরুণী
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের নদী থেকে বাংলাদেশি চিকিৎসকের মরদেহ উদ্ধার
আরও পড়ুনঃ ৩০০ কোটি টাকা মেরে কানাডায়
আরও পড়ুনঃ ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হলেন রাবাব ফাতিমা
আরও পড়ুনঃ মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ট্রাম্প!
আরও পড়ুনঃ রোমহর্ষক: নবজাতক শিশুকে কামড়ে খেল কুকুর!
আরও পড়ুনঃ ‘হোটেল রোজ ভ্যালিতে বসে হামলার পরিকল্পনা করে ৭ জন’
আরও পড়ুনঃ বাসে ঘুমিয়ে ২১ বছর!
আরও পড়ুনঃ নীল নদের মালিক কে?
আরও পড়ুনঃ ‘সুখ’ বুঝতে ৯ মিলিয়ন ডলার দান!